Breaking News
Home / চাকরির খবর / কোটা অপরিবর্তিত রেখেই ৪০ তম বিসিএস এর সার্কুলার জারি হবে – অর্থমন্ত্রী
কোটা সংস্কারের জন্য বাংলাদেশের তুমুল আন্দোলন
কোটা সংস্কারের জন্য বাংলাদেশের তুমুল আন্দোলন

কোটা অপরিবর্তিত রেখেই ৪০ তম বিসিএস এর সার্কুলার জারি হবে – অর্থমন্ত্রী

পিএসসি পূর্বের মতই কোটা অপরিবর্তিত রেখেই ৪০ তম বিসিএস এর সার্কুলার কিছুদিনের মধ্যে প্রকাশ করবে বলে জানা গেছে। পিএসসি চেয়ারম্যান মুহাম্মদ সাদিক জানিয়েছেন – কোটা ব্যবস্থা নিয়ে নতুন কোন নির্দেশনা আমাদের কাছে পৌঁছায়নি। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া নতুন কিছু করতে পারি না।

বিসিএস অনলাইন কোচিং সেন্টার এ যেকোনো সময় ফ্রী পরীক্ষা দিন

এদিকে কোটা ব্যবস্থার শিগগির কোন পরিবর্তন আসবে কিনা জিজ্ঞাসা করলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সবকিছুই আগের মতই থাকবে বলে জানিয়েছেন। আজ বুধবার আলাপচারিতার ফাকে অর্থমন্ত্রী ঢাকা ট্রিবিউন প্রতিনিধিকে এ কথা জানিয়েছেন।

বিসিএস অনলাইন কোচিং সেন্টার এ যেকোনো সময় ফ্রী পরীক্ষা দিন

কেন পরিবর্তন আসবে না – জানতে চাইলে তিনি বলেন, কোটা ব্যবস্থা পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হয়েছে। তারা কিছুদিনের মধ্যে হয়ত একটি প্রতিবেদন জমা দেবে। আদালতের প্রসঙ্গ নিয়ে আসলে তিনি আরও বলেন – মুক্তিযোদ্ধা কোটায় সংবিধানের আর আদালতের এখতিয়ার আছে, এখানে আমাদের কিংবা সরকারের কিছু নেই।

কোটা ব্যবস্থা সংস্কারের জন্য গত ফ্রেবুয়ারি থেকে বাংলাদেশে তুমুল আন্দোলন চলছে। সরকার কৌশলে এই আন্দোলন দমিয়ে রেখেছে। এরই মাঝে শীর্ষ কয়েকজন নেতাকে দফায় দফায় রিমান্ডে নিয়েছে। তবু সকলে আশাবাদী দ্রুতই কোটা ব্যবস্থার সংস্কার হবে।

বিসিএস অনলাইন কোচিং সেন্টার এ যেকোনো সময় ফ্রী পরীক্ষা দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *