Breaking News
Home / চাকরির খবর / ছাত্রসমাজের ৫ দফা উপেক্ষা করে ১ম ও ২য় শ্রেণীর চাকরিতে কোটা না রাখার আজগুবি সুপারিশ সরকার গঠিত কমিটির
কোটা সংস্কার আন্দোলন ২০১৮

ছাত্রসমাজের ৫ দফা উপেক্ষা করে ১ম ও ২য় শ্রেণীর চাকরিতে কোটা না রাখার আজগুবি সুপারিশ সরকার গঠিত কমিটির

সরকারি চাকরিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের ব্যাপকতা সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলনের মধ্যেই গত ১১ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিল হবে বলে জানান। এরপর কোটা সংস্কার, বাতিল বা পর্যালোচনার জন্য কমিটি গঠন করেন।

বিদ্যমান এই কোটা পদ্ধতি পর্যালোচনা, সংস্কার বা বাতিলের বিষয়ে করা কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আজ সাংবাদিকদের জানিয়েছেন নবম থেকে ১৩ তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোনো কোটা না রাখার সুপারিশ করেছে সরকার গঠিত কমিটি। এ-সংক্রান্ত কমিটির প্রতিবেদন আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছে কমিটি। কমিটি নবম থেকে ১৩ তম গ্রেডের সব পদে মেধা ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে আইন বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। তাঁরা বলেছেন এটা যেহেতু সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, এটা আদালতের রায়কে স্পর্শ করবে না, কোনো সমস্যা হবে না। মানে কোনো কোটাই থাকবে না।

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের কোটার বিষয়ে প্রশ্ন করা হলে শফিউল আলম বলেন, ‘আমরা এগুলো যাচাই-বাছাই করে দেখেছি। দেখেই বলেছি, এখন কোটা না থাকলেও চলতে পারবে।’

নিচের পদের কোটার বিষয়ে শফিউল আলম বলেন, নিচেরগুলো আগে যা ছিল তাই, এগুলো তাদের কর্মপরিধিতেও ছিল না।

পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়া হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। পরবর্তী মন্ত্রিসভার বৈঠক হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহে হবে। মন্ত্রিসভা পাস করলে প্রজ্ঞাপন জারি হবে

কোটা নিয়ে সরকারের পদক্ষেপকে ইতিবাচক বলছেন কোটা আন্দোলনকারীরা। তবে তাঁরা দ্রুত প্রজ্ঞাপন চান এবং মামলা থেকে তাঁদের সদস্যদের প্রত্যাহার ও হামলাকারীদের বিচার চান। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা আরও বলেন, এদেশের মেজরিটি সংখ্যক লোকজন ৩য়, ৪র্থ শ্রেনীর সেক্টরে চাকরি করে। আমাদের এ লড়াই বৈষম্য দূরীকরণ এর। বৈষম্য সৃষ্টির জন্য না। ১ম, ২য় শ্রেণীর চাকরিতে কোটা থাকছে না, আর ৩য়, ৪র্থ শ্রেনীতে থাকছে। এই ব্যাপারটায় আরেকটি বৈষম্যের সৃষ্টি । এই সব ভুয়া প্রতিশ্রুতি আর আমরা বিশ্বাস করিনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *