দেশব্যাপী কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত সার্টিফিকেট মামলা প্রত্যাহার ও চলমান মামলা করার প্রক্রিয়া বন্ধ এবং সকল প্রকার কৃষি ঋণ মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।
শুক্রবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে একমাত্র মৌলিক খাদ্য উৎপাদনকারী কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে।
এ সময় তারা কৃষকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা কৃষকদের ঋণ মুক্ত রাখার জন্য বিকল্প চাষাবাদ পদ্ধতিতে এ গ্রুপ খলজি চাষাবাদ পদ্ধতি চালু করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সভাপতি কমরেড বদরুল আলম, জাকির হোসেন ,জায়েদ ইকবাল খান প্রমুখ