Breaking News
Home / খেলাধুলা / এশিয়া কাপে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়া কাপে পাকিস্তানের দল ঘোষণা

আসন্ন এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক আজহার আলীর। আছেন ইমাদ ওয়াসিম।

এর আগে এশিয়া কাপের দল ঘোষণা করে বাংলাদেশ ও ভারত। ভারতীয় দলে নেই দলটির সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি। তাই দলটির নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। আসরে পাকিস্তান প্রথম ম্যাচে মাঠে নামবে ১৬ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর আসরটি শেষ হবে।

এশিয়া কাপের পাকিস্তান দল : ফখর জামান, ইমাম-উল হক, শান মাসুদ, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, উসমান খান শেনওয়ারি, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ।

আরও পঠিত খবর

ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন সৌদি যুবরাজ?

মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স। সৌদি আরবের মূল ক্ষমতার অধিকারী তিনিই। রক্ষণশীল সৌদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *