আর কদিন বাদে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই আসরের আফগানিস্তান দল ঘোষণা করা হয়েছে।
রবিবার (২ সেপ্টেম্বর) দুপুরে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) এই আসরের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে।
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী দলই গঠন করেছে আফগানিস্তান। নিয়মিত অধিনায়ক আজগর আফগানকে ছাড়াও দলে থাকছেন নিয়মিত মুখের সবাই। নতুন মুখ হিসেবে দেখা যাবে মুনির আহমেদ কাকার ও সৈয়দ আহমাদ শেরজাদকে। রশিদ খান ও মুজিব উর রহমানের স্পিন জুটির সাথে থাকছেন নাজিবুল্লাহ জাদরান, আফতাব আলমের মতো কার্যকরী পেসাররা।
এশিয়া কাপের ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলংকা। এই আসরের প্রথম পর্ব শেষ হবে ২০ সেপ্টেম্বর। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে, ২১ থেকে ২৬ সেপ্টেম্বর হবে এই পর্বটি। আর ২৮ সেপ্টেম্বর হবে ফাইনাল।
১৭ তারিখ শ্রীলংকা ও ২০ তারিখ বাংলাদেশের বিপক্ষে নিজেদের দুই ম্যাচ খেলবে আফগানরা।
এশিয়া কাপের আফগান স্কোয়াড:
আজগর আফগান, মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নাবী, গুলবদিন নাইব, রশিদ খান, নাজিবুল্লাহ জাদরান, মুজিব-উর-রহমান, আফতাব আলম, সামিউল্লাহ শেনওয়ারি, মুরিন আহমেদ কাকার, সৈয়দ আহমাদ শেরজাদ, শারাফুদ্দিন আশরাফ ও বাফাদার মোমান্দ।