Breaking News
Home / অপরাধ / অবশেষে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের ফাঁদে পড়ে গ্রেফতার হলো ৭ মামলার আসামী ইয়াবা সম্রাট কামরুজ্জামান বাপ্পু

অবশেষে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের ফাঁদে পড়ে গ্রেফতার হলো ৭ মামলার আসামী ইয়াবা সম্রাট কামরুজ্জামান বাপ্পু

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ অভিযান চালিয়ে ৭টি ইয়াবা মামলার পলাতক ইয়াবা স¤্রাট কামরুজ্জামান প্রকাশ বাপ্পু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সর্দারপুর গ্রামের মৃত আলা উদ্দিন প্রকাশ আলাল মিয়ার ছেলে।
বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)’র এস আই রিপন,এ এস আই মামুন,এ এস আই মনিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ডিবির এসআই মোঃ আমিনুল ইসলাম। সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা সংগ্রহ করে শহরের বিভিন্ন প্রান্তে বিক্রি করে আসছিল। সে শহরের বিভিন্ন প্রান্তে ইয়াবা স¤্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সদর মডেল থানায় ৭টি ইয়াবার মামলা থাকলেও সে পলাতক থেকে ইয়াবার ব্যবসা করে আসছিল। অবশেষে ডিবি পুলিশের ফাদেঁ পড়ে তাকে গ্রেফতার হতে হলো।
এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের ওসি কাজী মোঃ মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,জনগনের জানমালের নিরাপত্তা বিধানসহ যেকোন ধরনের অপরাধ দমনে আমরা সুযোগ্য পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান স্যারের নিদের্শে গোয়েন্দা পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছি। এই ধরনের অপারেশন অব্যাহত আছে বলেও তিনি জানান।

আরও পঠিত খবর

‘আমাকে ছেড়ে দিন, জীবনেও ফুটওভার ব্রিজ ছাড়া রাস্তা পার হবো না’

রাজধানীর ফার্মগেট এলাকায় দুপুর ১২টার দিকে সাবিনা আক্তার চাঁদনী নামে এক পথচারী দৌড়ে রাস্তা পার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *