Breaking News
Home / অপরাধ / মেহেরপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

মেহেরপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

মেহেরপুরে এনায়েত হোসেন খোকন নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে ৩ জনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন দিয়েছে আদালত। একইসঙ্গে দুজনকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আলমগীর হোসেন, মামুন হোসেন ও ওয়াসিম আলী। ফিরোজ হোসেন ও কাবলু ইসলামকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিন রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

মেহেরপুর জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ অক্টোবর সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন এনায়েত হোসেন খোকন। পরদিন টেংরামারী মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় খোকনের স্ত্রী রোকেয়া আক্তার রুমা বাদীয হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

খোকন জেলা শহরের হোটেল বাজার পাড়ার জলিল খাঁর ছেলে।

আরও পঠিত খবর

‘এসবি অফিস থেকে বলছি, ভেরিফিকেশনের জন্য বিকাশে টাকা পাঠান’

আমি এসবি অফিস থেকে বলছি। আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আপনার ফাইল আমার কাছে আছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *