সন্ধি
সন্ধি শব্দের অর্থ মিলন। পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধির উদ্দেশ্য উচ্চানের সুবিধা ও ধ্বনিগত মাধুর্য সৃষ্টি। সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। বাংলা অব্যয় পদের সন্ধি হয় না।
সন্ধি ৩ প্রকার।
১। স্বরসন্ধি
২। ব্যঞ্জনসন্ধি
৩। বিসর্গসন্ধি
কিছু গুরুত্বপূর্ণ সন্ধির উদাহরণ
জনৈক= জন + এক
ষড়ঋতু = ষট্ + ঋতু
যাচ্ছে তাই = যা + ইচ্ছা + তাই
কুজ্ঝাটিকা = কুৎ + ঝাটিকা
পর্যালোচনা = পরি + আলোচনা
পশ্চাধম =পশু + অধম
পাবক = পৌ + অক
প্রত্যূষ = প্রতি + ঊষ
দুশ্চরিত্র = দুঃ+ চরিত্র
ব্যর্থ = বি + অর্থ
ষষ্ঠ= ষষ্ + থ
স্বাগত= সু+ আগত
রাজর্ষি= রাজা + ঋষি
মন্বন্তর= মনু + অন্তর
প্রত্যেক= প্রতি + উক
গায়ক = গৈ+অক
লবণ= লো + অন
অন্বেষণ= অনু + এষণ
নাবিক= নৌ + ইক
নায়ক= নৈ + অক
পতঞ্জলি= পতৎ + অঞ্জলি
নয়ন= নে + অন
ভাবুক= ভৌ +উক
নিজন্ত= নিচ্ + অন্ত
গবেষণা= গো+ এষণা
নিপাতনে সিন্ধ সন্ধি (কোন নিয়ম অনুযায়ী সম্পন্ন হয় না)।
কুল+ কাটা= কুলটা
অন্য + অন্য=অন্যান্য
গো+ অক্ষ= গোবাক্ষ
প্র+ঊঢ়= প্রৌঢ়
মার্ত + অন্ত= মার্তন্ড
বৃহ্য + পতি=বৃহস্পতি
এক+দশ= একাদশ
ষট+দশ= ষোঢ়শ
মনষ+ইষা= মণীষা
গো+পদ= গোস্পদ
আ + চর্য= আশ্চর্য
বন+পতি= বনস্পতি
পর+পর= পরস্পর
প্রাতঃ + কাল= প্রাতঃকাল
অহঃ+ অহ= অহরহ
আঃ + পদ= আস্পদ
বিশেষনিয়মে সাধিত সন্ধি
সম+কৃত=সংস্কৃত
সম+কার= সংস্কার
পরি+কার=পরিষ্কার
সম+কৃতি=সংস্কৃতি