Home / Preliminary / প্রকৃতি-প্রত্যয়

প্রকৃতি-প্রত্যয়

প্রকৃতি-প্রত্যয়

কোন মৌলিক শব্দের যে অংশকে কোনভাবেই বিভক্ত করা যায় না তাকে প্রকৃতি বলে।

আর যে বর্ণ/বর্ণসমষ্টি ধাতু বা শব্দ (প্রতিপাদিক) এরপর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।

প্রত্যয় ২ প্রকার:

১। কৃৎ প্রত্যয় (ক্রিয়ার পরে যে প্রত্যয় যুক্ত হয়)

২। তদ্ধিত প্রত্যয় (নামপদের পরে যে প্রত্যয় যুক্ত হয়)

ধাতুর পরে কৃৎপ্রত্যয় যোগ হয়ে কৃদন্ত শব্দ তৈরী হয়।
(উপসর্গ থাকে শব্দের সামনে আর প্রত্যয় থাকে পিছনে)

কিছু প্রত্যয়ের উদাহরণ:-

শক্তি= শক্ + ক্তি

গৌরব= গুরু+ ষ্ণ

শীতল= শীত+ল

জেলে= জাল + ইয়া

কারক= কৃ+ ণক

ক্ষয়িষ্ণু= ক্ষি + ইষ্ণু

উক্তি= বচ্ + ক্তি

দোলনা= দুল্ + অনা

সর্বজনীন= সর্বজন + নীল + ঈন

কর্তব্য= কৃ + তব্য

বর্তমান= বৃৎ + মান

শ্রবণ= শ্রু + অন

উক্ত= বচ্ + ত

মাধ্যমিক= মধ্যম + ইক (ষ্ণিক)

জয়=জি + অ (অল)

চৈত্র= চিত্র + ষ্ণ

গুণবান= গুণ= বতুপ্

শৈশব= শিশু + ষ্ণ

সাহিত্যিক=সাহিত্য + ষ্ণিক > ইক

পাকি= পঠ্ + ণক

মুক্ত=  মুচ্ + ত

মেধাবী= মেধা + বিন্

মানব= মনু + ষ্ণ > অ

নীলিমা= নীল + ইমন

সহিষ্ণু= সহ্ + ইষ্ণু

ধাতব= ধাতু + অ।

Check More Lessons

BCS English Preparation – 2nd Part

151. The train runs ___ time. Ans: on. (not with time) [Note: In time = …