বাক্য
যে পদ বা পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পৃক্তরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে।
বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক।
১। আকাঙ্ক্ষা (আমি ভাত খেয়ে……..)
২। আসত্তি (আছে কলম আমার একটি)
৩। যোগ্যতা (মাছ আকাশে উড়ে)
গঠন অনুসারে বাক্য তিন প্রকার
১। সরল বাক্য (একটি কর্তা+একটি সমাপিকা ক্রিয়া)
২। জটিল বাক্য ( একটি খন্ড বাক্যের সাথে এক/একাধিক আশ্রিত খন্ড বাক্য)
৩। যৌগিক বাক্য (পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক খন্ড বাক্য)
উদাহরণ:
সরল বাক্য: তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়ে নি।
জটিল বাক্য: যদিও তার বয়স বেড়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি।
যৌগিক বাক্য: তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়ে নি।
BCS Examination – বিসিএস পরীক্ষা BCS Exam Preparation – বিসিএস পরীক্ষা প্রস্তুতি , syllabus, circular, educational qualification, apply, question, exam date, admit card, seat plan, result, download, preliminary, written, viva pdf