রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৮ জনকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ আগস্ট) বিকেলে এ অভিযান চালানো হয়। র্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
আটককৃতরা সবাই মাদক সেবনকারী কিংবা মাদক বিক্রেতা বলে দাবি করেছে র্যাব।
অভিযান শেষে নির্বাহী মেজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, দীর্ঘদিন থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবীরা নিরাপদে মাদক সেবন করে যাচ্ছে। আর সে সুযোগে খুচরা মাদক বিক্রেতারা সু-কৌশলে সেখানে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে আজ এ অভিযান চালানো হয়।
আরও পঠিত খবর
‘আমাকে ছেড়ে দিন, জীবনেও ফুটওভার ব্রিজ ছাড়া রাস্তা পার হবো না’
রাজধানীর ফার্মগেট এলাকায় দুপুর ১২টার দিকে সাবিনা আক্তার চাঁদনী নামে এক পথচারী দৌড়ে রাস্তা পার …