ঢাকার রাস্তায় যত চলছি তত পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আমার সিমপ্যাথি বাড়ছে। আমাদের নিচের দিকের পুলিশ সদস্যরা সত্যি হাড়ভাঙ্গা পরিশ্রম করে। বিশেষ করে ঢাকার রাস্তায় এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যতটুকু নিরাপত্তা তা কিন্তু পুলিশ সদস্যরাই নিশ্চিত করেন।
না হঠাৎ করে আমি পুলিশের প্রশংসা করছি না। হ্যাঁ আমাদের দেশে সরকারী কর্মচারীরা জনগনকে যেভাবে সার্ভিস দেয় তার ধরণ নিয়ে আমাদের আপত্তি আছে। এটা সব সেক্টরের জন্য প্রযোজ্য। শুধুমাত্র পুলিশের দোষ দেওয়ার কিছু নাই আসলে। বরং আমরা যদি একটু চিন্তা করি একজন পুলিশ সদস্য তার পরিবারের কাছ থেকে দূরে থেকে কিভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে তাহলে আমাদের সত্যিই তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়ার কথা।
দেখুন সেনাবাহিনীর কথা বাদ রাখলে, সরকারী চাকরীর মধ্যে শুধুমাত্র পুলিশ বাহিনীই সবচেয়ে বেশী আত্মত্যাগ করে। তারা ঈদ পূজা পার্বণে বাড়ি যেতে পারেনা, তাদের ছেলে মেয়ের অসুখ করলে হাসপাতালে নিতে পারেনা, তাদের আত্মীয় স্বজন মারা গেলে কবর পর্যন্তু দেওয়ার সময় পায়না। অথচ আপনি একই সরকারী চাকরী করে এই সকল সুবিধা ঠিকমত পেয়ে যান। আবার বেতনের দিক দিয়েও কিন্তু আপনার আর পুলিশের বেতনের কোন পার্থক্য নাই। তাই পুলিশ সদস্যদের প্রতি মানবিক হওয়ার অনেক কারন আছে। পুলিশকে গালি দেবার আগে আসলে আমাদের ভাবা উচিত তারা আমাদের ভাই/ বোন। তাদের রক্তে আমাদেরই আত্মীয় স্বজনদের রক্ত বইছে। তারাও মানুষ। একজন মানুষকে মানুষ হিসেবে দেখাই উত্তম।
আপনি পুলিশের অনেক অপকর্মের কথা বলতে পারেন। একটা জিনিস মনে রাখা দরকার তারা উপরের নির্দেশ পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কাজটা যেহেতু তারা করেন, তাই তাদেরই বদনাম হয়। আর নির্দেশ দাতা ঠিক ধরা ছোঁয়ার বাইরে থাকেন। আবার সব পুলিশ সদস্যই যে ভাল তা নয়। কেউ কেউ স্বপ্রণোদিতভাবেই খারাপ কাজ করে। ঘুষ খায় অবলিলায়। এখানেও আসলে আমাদের সামাজিক সিস্টেমেরই দোষ বেশী। সমাজ পরিবর্তন হলে তারাও বোধ করি ভাল হয়ে যাবে। আমাদের দরকার এই ভালো হওয়ার সংস্কৃতি চালু করা। এক পুলিশ বাহিনীর পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। টপ থেকে বটম সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।
আমি যতটুকু জানি পুলিশ বাহিনীর বেতন কাঠামো আর সবার মতই। আমার মনে হয় এই বাহিনীর বেতন বাড়ানো উচিত।ঈদ পূজা পার্বণে দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত টাকা দেওয়া উচিত।
পরিশেষে বলব, এই বিশাল জনসংখ্যার অনুপাতে পুলিশ সদস্য সংখ্যা খুবই কম। এত অপ্রতুল সংখ্যা দিয়ে ভাল সার্ভিস আশা করা যায়না। আইনশৃঙ্খলার পরিস্থিতির মান আরও ভাল করতে হলে অবশ্যই পুলিশের লোকবল বাড়াতে হবে।
Courtesy: Fazlul Karim (ফেসবুক টাইমলাইন)
Kumamoto University, Japan