Breaking News
Home / মতামত / জাতীয় ঐক্য ক্ষমতায় আসলে দেশে বেকার থাকবে না: ডা. জাফরুল্লাহ

জাতীয় ঐক্য ক্ষমতায় আসলে দেশে বেকার থাকবে না: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কে‌ন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘জাতীয় ঐক্য ক্ষমতায় আসলে প্রথম বছরেই এক লক্ষ বেকারের চাকরির ব্যবস্থা করা হবে। দেশে তখন আর বেকার খুঁজে পাওয়া যাবে না। চাকরি দেয়ার মত মানুষও তখন খুঁজে পাওয়া যাবে না।’

সোমবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লা‌বের ভিআইপি লাউঞ্জে আজহার, শ‌রিফ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জা‌তিক প্রবীন দিবস উপল‌ক্ষে “প্রবীনদের অধিকার ও বাস্তবায়ন” শীর্ষক গোলটে‌বিল বৈঠ‌কে তি‌নি এসব কথা ব‌লেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। এই সমস্যা সমাধান করতে হলে নতুন কিছু ভাবতে হবে। আর সেজন্য জাতীয় ঐক্যকে ক্ষমতায় আসতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের জাতীয় ঐক্য যদি ক্ষমতায় আসে তাহলে প্রবীনদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। যাতে তাদেরকে আর ছেলেমেয়ের দিকে তাকিয়ে থাকতে না হয়। ওষুধের দাম অর্ধেকে কমিয়ে আনা হবে। চিকিৎসা ক্ষেত্রে খরচ কমানো হবে।’

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ‘প্রবীনদের জন্য ভালো কোনও ব্যবস্থা করেন। কারণ দেশে দেড় কোটিরও বেশি প্রবীন আছে। মনে রাখবেন- তারা কিন্তু যে কোনও সময় যে কোনও পরিস্থিতি বদলে দিতে পারে।’

আ‌য়োজক সংগঠ‌নের প্রে‌সি‌ডেন্ট এ কে এম শ‌ফিকুল ইসলাম রঞ্জুর সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন ‌সৈয়দ মো‌র্শেদ ও এম শামসুল হুদা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *