Breaking News
Home / মতামত / বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ট রাজনৈতিক নেতা
১৫ আগস্ট , জাতীয় শোক দিবস

বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ট রাজনৈতিক নেতা

যদি রাত পোহালে শোনা যেতো,বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেতো এক মহান নেতা। আর পেতাম জাতির পিতা। এই হৃদয় নিংড়ানো অনুভুতি নিয়েই লেখা শুরু করলাম।

1.মাহাথীর বিন মোহাম্মদ কে বর্তমান প্রেক্ষাপটে সফল রাষ্টনায়ক মনে করা হয় কিন্তু বঙ্গবন্ধু যখন বিশ্বনেতা তখন মাহাথীর বিন মোহাম্মদ রাজনীতিতে শিশু। বিশ্বে কোন পরিচিতি ছিলো না। যদিও বয়সের দিক থেকে প্রায় কাছা কাছি ছিলেন। বঙ্গবন্ধুর জন্ম 1920 সালে আর মাহাথীর বিন মোহাম্মদ 1925 সালে।

মালয়েশিয়ার স্বাধীনতায় মাহাথীর বিন মোহাম্মদের তেমন অবদান নেই । উনি আধুনিক মালয়েশিয়া গড়েছেন আর বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।।

2. বিশ্বে আর কোন স্বাধীন রাষ্ট্র নেই যে দেশটি মাত্র তিন বছরের মধ্যে বিশ্বের প্রায় সকল দেশ,সংস্থা ,এমনকি যার কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, তার থেকেও স্বাধীনতার স্বীকৃতি পেয়েছে।

3. বঙ্গবন্ধু বেঁচে থাকলে সোনার বাংলা গড়তে মাহাথীর বিন মোহাম্মদের মতো 22 বছর লাগতো না, 10/12 বছরে যথেষ্ট ছিলো।

4. স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। যুদ্ধ বিধ্বস্ত দেশ, রাস্তাঘাট,ব্রীজ,কালভাট সব ভাঙ্গা। দেশে 7 কোটি মানুষ। খাবার নেই, পোষাক নেই ।এত সব সমস্যা মাথায় নিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার কাজ করতে হয়েছে।

5. প্রাকৃতিক দুর্যোগে ভরা দেশ,জনসংখ্যা সমস্যা, অর্থনৈতিক,রাজনৈতিক,বৈদেশিক সমস্যা মোকাবেলা করে সারা বিশ্বের বড় বড় রাজনৈতিক নেতাদের সামনে বুক চিতিয়ে চোখে চোখ রেখে বা তামাকের পাইপ টানতে টানতে কথা বলার মতো বুকের পাটা এ বিশ্বে একজনেরই ছিলো, সে হলো বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

6. মাও সেতুং, ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভুট্টো,ফ্রিদেল কাস্ত্রোদের মতো বড় বড় বিশ্বনেতাদের ভিড়ে সামনের সারিতে অবস্থান ছিলে বঙ্গবন্ধুর। ভাবতেই গর্বে বুক ভরে যায়।

7. দেশ গড়তে বাকশাল বা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ গড়তে পারলে আর বঙ্গবন্ধু বেঁচে থাকলে পৃথিবীর মানচিত্রে নতুন বিশ্ময় হত বাংলাদেশ ।
8. বিশ্বে অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশ বর্তমানেও আছে। একটি দেশ বা একজন নেতার নাম বলতে পারবেন যে ,মাত্র 3 বছরে স্থিতিশীল অবস্থায় চলে গেছে, একমাত্র বাংলাদেশ। যার কারন বঙ্গবন্ধুর বিশ্বময় দাপট!!

9. পৃথিবীর কোন গরীব দেশে এত দাপুটে নেতা এ যাবৎ কালে জন্মায় নাই। আমি যখন দেখি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টের সামনে বসে পায়ের উপর পা তুলে পাইপ টানছেন বঙ্গবন্ধু ,তখন গর্বে আমার রক্তের মাঝে অনুরণন জাগে। মনে হয় চিৎকার করে বলি স্যালুট নেতা। স্যালুট তোমায়।
জয় বাংলা,
জয় বিশ্ব
জয় বঙ্গবন্ধু ।

Courtesy: Habibullah Bahar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *