Breaking News
Home / বাংলাদেশ / পাসপোর্ট ক্ষমতায় পেছাল বাংলাদেশ

পাসপোর্ট ক্ষমতায় পেছাল বাংলাদেশ

২০১৮ সালের বৈশ্বিক পাসপোর্ট র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশ এই তালিকার ৯৫তম অবস্থানে ছিল। এবার ১০০–তে অবস্থান করছে। ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ গমনের ওপর জরিপের ভিত্তিতে এ র‌্যাংকিং করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনাবিষয়ক সংস্থা হ্যানলি অ্যান্ড পাসপোর্ট পার্টনার্সের সম্প্রতি করা পাসপোর্ট ইনডেক্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

কোনো দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, তা নির্ভর করে ওই পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায় তার ওপর। ভিসা ছাড়া যাওয়া বলতে বোঝায় ‘অন এরাইভাল ভিসা’। অর্থাৎ, অগ্রিম ভিসা না করে শুধু টিকিট কেটে অন্য দেশে চলে যাওয়া যায়। সেই দেশে ভিসার যাবতীয় কাজ সারা হয়। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৪১টি দেশে ভ্রমণ সুবিধা পান।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের প্রতিবেদনে বলা হয়, ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই বিদেশ যাওয়ার ভিত্তিতে র‍্যাঙ্কিং করা হয়। ২০১৮ সালের পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১০০ নম্বরে, যা সর্বনিম্ন অবস্থান থেকে মাত্র ৫ ধাপ ওপরে। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বর্তমানে ৪১টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়। এই তালিকায় বাংলাদেশের সঙ্গে লেবানন, ইরান ও কসোভো।

অন্যদিকে, র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে জাপান। জাপানের পাসপোর্ট দিয়ে ১৯০টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়। দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর। ভিসা ছাড়াই ১৮৯টি দেশে ভ্রমণের সুযোগ রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টে। এরপর র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফ্রান্স, জার্মানি, দক্ষিণ কোরিয়া, যাদের পাসপোর্টধারী নাগরিকেরা ভিসা ছাড়াই ১৮৮টি দেশে ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে তালিকার শেষে ১০৫ নম্বরে রয়েছে ইরাক ও আফগানিস্তান।

গত বছর বাংলাদেশ এই তালিকার ৯৫তম অবস্থানে ছিল। তখন বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৩৮টি দেশে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ ছিল।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *