আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের নানামুখি উন্নয়ন ও অর্জন বিএনপির চলার পথে ‘সংকটের কালো ছায়া’ ফেলেছে।’
সোমবার (১অক্টোবর) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারে আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছেন। ক্ষমতায় গিয়ে তারপর হয়রানির তদন্ত করুন, কোনও অসুবিধা নেই। আগে ক্ষমতায় যান, এত সোজা নয়। ক্ষমতার ময়ূর সিংহাসন আরও অনেক দূরে।’
দেশবাসীর উদ্দেশ্যে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে হুমকি-ধামকি দিচ্ছে। তারা নাশকতার পরিকল্পনা করছে। তাদের এ পরিকল্পনা ব্যর্থ করতে শেখ হাসিনার উন্নয়ন অর্জনের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। আমরা নৌকার পক্ষে, উন্নয়নের পক্ষে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা কামনা করছি।’
আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য বিরোধী দলের সঙ্গে পাল্টাপাল্টি কোনও কর্মসূচি দেবে না বলেও জানান তিনি।
নেতাকর্মীদের সতর্ক করে কাদের বলেন, ‘দলের মধ্যে একাধিক প্রার্থী। সবাই সুস্থ প্রতিযোগিতা করেন। দলের মধ্যে কেউ অসুস্থ প্রতিযোগিতা করবেন না। যদি কেউ আমাদের প্রতিপক্ষের পরবর্তীতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার করেন বা কেউ দলের নিয়ম ভঙ্গ করেন, মশারির মধ্যে মশারি টানান, ঘরের মধ্যে ঘর করেন তাহলে কেউ নমিনেশন পাবে না। এমন কাউকে ছাড় দেয়া হবে না।’
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারে সপ্তাহব্যাপী প্রচারপত্র বিলির কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, সেচ্ছাসেবক লীগে সভাপতি মোল্লা আবু কাউসার প্রমুখ।