Breaking News
Home / বাংলাদেশ / সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের পদত্যাগ করতে হবে: বাসদ
প্রধানমন্ত্রীর প্রতি জাতিসংঘের ‘পূর্ণ সমর্থন’
প্রধানমন্ত্রীর প্রতি জাতিসংঘের ‘পূর্ণ সমর্থন’

সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের পদত্যাগ করতে হবে: বাসদ

অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক জনসভায় এ দাবি জানানো হয়।

জনসভায় বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, ‘সরকার পদত্যাগ না করলে, নির্দলীয় সরকার গঠন না করলে এবং পার্লামেন্ট ভেঙে না দিলে, দেশে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’

তিনি বলেন, ‘একাদশ সংসদ নির্বাচন আসন্ন। কিন্তু বর্তমানে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নাই। বর্তমান সরকার ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে অতীতের সরকারগুলোর ধারাবাহিকতার সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এ সরকারের আমলে কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। তাই এ সরকারের পদত্যাগ জরুরি হয়ে দাঁড়িয়েছে।’

খালেকুজ্জামান বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নাই। বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। সভা-সমাবেশে বাধা প্রদান করে বিচারবহির্ভূত হত্যা নারী শিশু নির্যাতন ও আইনের বেড়াজালে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে ‘

সম্প্রতি জনমত উপেক্ষা করে ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস করে বাকস্বাধীনতা হরণের সর্বশেষ নদী সৃষ্টি করেছে বলে তিনি যোগ করেন। এই সময় ‌তি‌নি ডিজিটাল আইন বাতিল সহ শ্রমিকদের ন্যায্য মূল্য ১৮ হাজার করার দাবিও জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমরেড বজলুর রশিদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন কমরেড রাজেকুজ্জামান রতন, নিখিল দাস, রাহাত আহমেদ প্রমুখ।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *