গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ব্যবসায়ী আরিফ ও মুকুলসহ সাম্প্রতিক সময়ের ৪ হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ফাঁসির দাবিতে গত বুধবার বিক্ষোভ মিছিল বের করা হয়। বোনারপাড়া বাজারের ব্যবসায়ীসহ সকল নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বোনারপাড়া রেলষ্টেশনসহ সকল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে, এ সুযোগ বুঝে কতিপয় উৎশৃঙ্খল যুবকরা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া রেলওয়ে ষ্টেশনে পৌঁছামাত্রই ট্রেনের ইঞ্জিন ও দুটি যাত্রীবগির জানালা ভাংচুর করে। বোনারপাড়া জি.আর.পি থানার ওসি আছানুল কবির জানান, ৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় শিমুলতাইড় গ্রামের রেজাউলের পুত্র সাইফুল (১৮), বাছের আলীর পুত্র পলাশ (১৮) নামে দুই যুবককে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ট্রেন ভাংচুরের মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Home / বাংলাদেশ / সাঘাটায় ৪ হত্যাকান্ডের আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, ট্রেন ভাংচুর, রাবার বুলেট নিক্ষেপ
আরও পঠিত খবর
‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …