Breaking News
Home / বাংলাদেশ / মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা আমাদের যুব সমাজকে ধ্বংস হতে দিতে পারি না। তাই দেশ থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

শনিবার (১৩ অক্টোবর) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চট্টগ্রামে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত র‍্যাবের ৩ সদস্যকে দেখতে এসে তিনি এ কথা বলেন।

মাদকবিরোধী অভিযানে আহত র‍্যাব সদস্যরা হলেন- মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদ ও স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‍্যাবের অভিযান পরিচালনা করতে গিয়ে যে ৪ জন সদস্য আহত হয়েছে এটা একটি দুর্ঘটনা। আর এর কারণে র‍্যাবের মনোবলে কোনো পরিবর্তন আসে নাই। তারা যথেষ্ট চাঙ্গা রয়েছে এবং এই অভিযান অব্যাহত রাখবে।’

এসময় মন্ত্রী র‍্যাব সম্পর্কে বলেন, ‘বাংলাদেশে নিরাপত্তার প্রতীক তারা। জঙ্গি এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে। র‍্যাবকে জঙ্গি ও মাদক নির্মূলসহ যেখানেই দায়িত্বে দেয়া হয়েছে সেখানেই তারা সফলতার সাথে দায়িত্ব পালন করেছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা ইতোমধ্যেই হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছি। এদের মধ্যে নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী এবং বাকিদেরকে চিহ্নিত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন- র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ, র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান, র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমানসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা।

উল্লেখ, গত ১২ অক্টোবর চট্টগ্রাম সদর থানার মুরাদপুরে র‍্যাব-৭ এর একটি টিমের সঙ্গে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ ঘটনায় ১ মাদক ব্যবসায়ী নিহত ও ৪ র‍্যাব সদস্য আহত হন।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *