Breaking News
Home / বিনোদন / না ফেরার দেশে অ্যারেথা ফ্র্যাংকলিন

না ফেরার দেশে অ্যারেথা ফ্র্যাংকলিন

না ফেরার দেশে পাড়ি জমালেন সৌল ঘরানার গানের অবিসংবাদিত রানি অ্যারেথা ফ্র্যাংকলিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ কিংবদন্তী শিল্পী।

জীবনের শেষ সময়ে অ্যারেথা ফ্র্যাংকলিন পাশে পেয়েছেন পরিবার ও বন্ধুদের। তার মৃত্যুর খবরে বিশ্বসংগীতে নেমে এসেছে শোকের ছায়া। বিয়ন্সে ও জে-জি দম্পতি মিশিগানের ডেট্রয়েটে আয়োজিত তাদের কনসার্ট উৎসর্গ করেছেন প্রয়াত এই গায়িকাকে।

অ্যারেথা ফ্র্যাংকলিন বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এ কারণে কয়েক বছর ধরে অসুস্থতা পিছু ছাড়েনি তার। সম্প্রতি আশ্রমে সেবা নিয়েছিলেন তিনি।

সাত দশকের বর্ণাঢ্য সংগীত জীবন কাটিয়েছেন অ্যারেথা ফ্র্যাংকলিন। তার ঝুলিতে ছিল ১৮টি গ্র্যামি অ্যাওয়ার্ডস, তিনটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস, দুটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস, একটি গোল্ডেন গ্লোব ও মার্কিন প্রেসিডেন্টের দেয়া মেডেল অব ফ্রিডম।

তিনিই প্রথম গায়িকা হিসেবে রক অ্যান্ড রোল হল অব ফেমে জায়গা করে নেন। হলিউড ওয়াক অব ফেমেও আছে তার নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *