Breaking News
Home / বিনোদন / ৮০ হলে মুক্তি পাচ্ছে নায়ক

৮০ হলে মুক্তি পাচ্ছে নায়ক

ঢাকাসহ সারা দেশের ৮০টি হলে শুক্রবার মুক্তি পাচ্ছে পরিচালক জুটি ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিটি। যাদুকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবিতে জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী এবং নবাগত অধরা খান। এর আগে, গত ১২ অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও আদালতের রায়ে আটকে যায় ছবির মুক্তি। এবার নানা জটিলতা পেরিয়ে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

মুক্তি প্রসঙ্গে ছবির পরিচালক ইস্পাহানী গতকাল বাংলাদেশের খবরকে বলেন, ‘আমাদের ৮০টি হল বুকিং হয়েছে। এ সপ্তাহে হলসংখ্যা আর বাড়ানোর ইচ্ছা নেই। এ ছবিটি গল্পনির্ভর একটি ছবি। বর্তমান দর্শকের চাহিদা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস ছবির গল্প, নির্মাণ, শিল্পীদের অভিনয়ে দর্শকরা হতাশ হবেন না।’

বাপ্পি-অধরা ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, নুসরাত জাহান পাপিয়া, আমান রেজা প্রমুখ। এর আগে মান্না ও পূর্ণিমাকে নিয়ে ‘নায়ক’ শিরোনামের একটি ছবি নির্মাণ করেছিলেন পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। বাপ্পি-অধরাকে নিয়ে নির্মিত ‘নায়ক’ আগের ছবির সিক্যুয়াল কি না? উত্তরে পরিচালক আরিফ জাহান বলেন, ‘না, এটা আগের ছবির সিক্যুয়াল না। এটা সম্পূর্ণ নতুন একটি গল্পের ছবি। আমরা শুধু নামটা আগের ছবির সঙ্গে মিল রেখেছি। এ ছাড়া বাকি সবকিছু নতুন পাবেন দর্শকরা।’

ছবিতে বাপ্পি-অধরার রোমান্স সম্পর্কে চিত্রনায়ক বাপ্পি বলেন, ‘অধরা খুব ভালো একজন অভিনেত্রী। ওর সঙ্গে কাজ করে মনে হয়েছে, ও অনেক দূর যেতে পারবে। আমার পক্ষ থেকে ওর জন্য শুভ কামনা। এত বাধা বিপত্তির পরও ছবিটি সারা দেশের বড় হলগুলো পেয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় একটি আনন্দের সংবাদ।’

ছবিটি সম্পর্কে নবাগত অধরা খান বলেন, ‘আমাদের চারপাশের গল্প উঠে এসেছে ছবিতে। এ ছবির মাধ্যমে প্রথমবার পর্দায় দর্শকের সামনে আসতে যাচ্ছি। আনন্দ হচ্ছে, পাশাপাশি একটু ভয়ও লাগছে। তবে আমার বিশ্বাস দর্শক ছবিটি ভালোভাবেই গ্রহণ করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *