রাজনীতির মাঠ ছেড়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের অবসরে যেতে বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘রাজনীতি কোনো প্যারাসিটামল ট্যাবলেট নয়, এটার সঙ্গে দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য জড়িয়ে আছে। এটা কোনো ডাক্তারি বিষয় নয়। আপনারা জনগণ থেকে প্রত্যাক্ষিত হয়েছেন। অনেক বয়স হয়েছে নাতি-নাতনি নিয়ে অবসর জীবন-যাপন করুন।’
শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে গুলিস্তান নাট্যমঞ্চে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শাহবাগ থানা ব্যবসায়ী সমন্বয় পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
সাঈদ খোকন বলেন, ‘জনগণ ক্ষেপে উঠলে দৌড়ে পালানোর শক্তি পাবেন না। আপনার নির্বাচনে জামানত হারিয়েছেন। ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্রে রাজনীতি সফল হয় না। সঠিক রাজনীতি করলে দেশের মানুষ আপনাদেরকে মূল্যায়ন করত। বিএনপি আজকে ব্যর্থ হয়েছে।’
বিএনপিকে উদ্দেশ করে দক্ষিণ সিটির মেয়ের বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতি করলে আমাদের কোনো আপত্তি নাই। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তে এ দেশে প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের নামে নিরাপদ মানুষের ওপর হাত তুললে ঐ হাত ভেঙে দেয়া হবে। ঢাকার শহরকে যদি রক্তাক্ত চেষ্টা করা হয় তাহলে অক্টোবর-নভেম্বর বুঝি না- শেখ হাসিনার কর্মীরা রাজপথে আছে, থাকবে। ঐ কালো হাত ভেঙে দিবে।’
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ মো. আফজাল হোসনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দক্ষিণ সিটি করপোরেশন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন প্রমুখ।