রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের মামলার চার্জশিট চলতি সপ্তাহে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
তিনি জানান, এ ঘটনায় চলতি সপ্তাহেই ৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করবে তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ।
আসামি ৬ জন হলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনটি বাসের চালক মাসুম বিল্লাহ, জুবায়ের ও সোহাগ, দুই বাস চালকের সহকারী এনায়েত ও রিপন এবং ঘাতক বাসের মালিক নূরের শাহাদাত হোসেন।
৬ অভিযুক্তের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন ৪ জন। ২ জন এখনও পলাতক। তারা হলেন সহকারী কাজী আসাদ ও মালিক জাহাঙ্গীর আলম।
গত ২৯ জুলাই হোটেল র্যাডিসনের বিপরীত পাশে ফ্লাইওভারের গোড়ায় বাসের জন্য অপেক্ষা করছিলেন রমিজউদ্দিনের শিক্ষার্থীরা। এ সময় জাবালে নূর পরিবহনের তিনটি বাসের অসুস্থ প্রতিযোগিতায় চলে। একপর্যায়ে একটি শিক্ষার্থীদের উপর উঠিয়ে দেয়। এতে ২ শিক্ষার্থী নিহত ও ৯ জন আহত হয়। নিহত ২ শিক্ষার্থী হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)।
এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
অন্যদিকে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের পর ওইদিন বিকেল থেকে টানা ৯ দিন রাজধানী সহ সারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে দেশে হাজার হাজার শিক্ষার্থী।