Breaking News
Home / বাংলাদেশ / চলতি সপ্তাহেই জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

চলতি সপ্তাহেই জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের মামলার চার্জশিট চলতি সপ্তাহে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

তিনি জানান, এ ঘটনায় চলতি সপ্তাহেই ৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করবে তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ।

আসামি ৬ জন হলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনটি বাসের চালক মাসুম বিল্লাহ, জুবায়ের ও সোহাগ, দুই বাস চালকের সহকারী এনায়েত ও রিপন এবং ঘাতক বাসের মালিক নূরের শাহাদাত হোসেন।

৬ অভিযুক্তের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন ৪ জন। ২ জন এখনও পলাতক। তারা হলেন সহকারী কাজী আসাদ ও মালিক জাহাঙ্গীর আলম।

গত ২৯ জুলাই হোটেল র‍্যাডিসনের বিপরীত পাশে ফ্লাইওভারের গোড়ায় বাসের জন্য অপেক্ষা করছিলেন রমিজউদ্দিনের শিক্ষার্থীরা। এ সময় জাবালে নূর পরিবহনের তিনটি বাসের অসুস্থ প্রতিযোগিতায় চলে। একপর্যায়ে একটি শিক্ষার্থীদের উপর উঠিয়ে দেয়। এতে ২ শিক্ষার্থী নিহত ও ৯ জন আহত হয়। নিহত ২ শিক্ষার্থী হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)।

এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

অন্যদিকে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের পর ওইদিন বিকেল থেকে টানা ৯ দিন রাজধানী সহ সারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে দেশে হাজার হাজার শিক্ষার্থী।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *