Breaking News
Home / বাংলাদেশ / চবি উপাচার্যকে জবাই করার হুমকি

চবি উপাচার্যকে জবাই করার হুমকি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক কোডযুক্ত একটি নাম্বার থেকে মুঠোফোনে জবাই করে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাতনামা এক ব্যক্তি। এ ঘটনায় নগরীর খুলশী থানায় ও হাটহাজারী থানায় দুইটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘১৬ আগস্ট সকালে বিদেশী একটি নাম্বার থেকে (+৯১৯৮৭৪৯৭৮৯৪৬) ফোন করে আমাকে আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল বলে গালাগাল করা হয়। এসময় আমাকে জবাই করে দিবে, শেখ হাসিনাকে জবাই করে দিবে বলা হয়। এরপরেই আমাকে ইমোতে একটি মেসেজ দিয়েছে ওই নাম্বার থেকে। সেখানে হুমকি দিয়ে বলা হয় ‘তোর মা হাসিনাকে জবাই’।’

এ ঘটনায় বিশ্ববিদ্যলয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ.কে.এম নূর আহমেদ উপাচার্যের পক্ষে ১৭ আগস্ট হাটহাজারী ও ২৪ আগস্ট নগরীর খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে সাধারণ ডায়েরি করার বিষয়টি খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন।

তারা দুজনেই জানান, ‘এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা এর সাথে জড়িত। পাশাপাশি স্যারের নিরাপত্তার বিষয়েও আমরা সতর্ক আছি।’

উল্লেখ্য, এর আগে গত বছর ২৫ জুলাই চবি উপাচার্যকে হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি পাঠানো হয়।

প্রসঙ্গত, উপাচার্য গত ১৪ ও ১৫ আগস্ট শোক দিবসের পৃথক দুটি অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে থাপ্পড় মারার প্রতিজ্ঞা করেন এবং কুখ্যাত কুলাঙ্গার জানোয়ার হিসেবে আখ্যা দেন।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *