Breaking News
Home / রাজনীতি / চট্টগ্রামে নাসিমন ভবনের সামনে জনসভার অনুমতি পেলো ঐক্যফ্রন্ট

চট্টগ্রামে নাসিমন ভবনের সামনে জনসভার অনুমতি পেলো ঐক্যফ্রন্ট

চট্টগ্রামের লালদীঘি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টকে জনসভার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। তবে শনিবার (২৭ অক্টোবর) ঐক্যফ্রন্টকে কাজীর দেউড়ির নাসিমন ভবনস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে জনসভাঅনুমতি দিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে ঐক্যফ্রন্ট নেতাদের। নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সকালে সিএমপির পক্ষ জানানো হয়। লালদীঘির মাঠে নয়, নুর আহমদ সড়ক, নাসিমন ভবনের সামনে জনসভা করতে পারবে ঐক্যফ্রন্ট।’

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে লালদীঘির মাঠে জনসভা করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন লালদীঘি মাঠের পরিবর্তে আমাদের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জনসভা করার অনুমতি দিয়েছে।’

এ ব্যাপারে নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান জানান, ‘জাতীয় ঐক্যফ্রন্টকে শর্ত সাপেক্ষে নাসিমন ভবনের সামনে জনসভা করার অনুমতি দেওয়া হয়েছে, লালদীঘির মাঠে কোন জনসভা করা যাবে না।’

উল্লেখ্য, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী জনসভা শুরু করেছে। হযরত শাহজালার (রঃ) এর মাজার জিয়ারতের পর সিলেটে জনসভা করে তারা। এরই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামেজনসভা করতে যাচ্ছে এই রাজনৈতিক জোট।

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *