গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি ১৬ হাজার করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক আন্দোলন।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, রপ্তানি খাতে ৮৩ শতাংশ বেশি মুদ্রা অর্জনকারী গার্মেন্টস শিল্পের ৪০ লাখ শ্রমিকের অবস্থা আজ অবর্ণনীয়।
বক্তারা আরও জানান,২০১৩ সালে সরকার গার্মেন্টস শ্রমিকদের মজুরি করেছিলো ৫৩০০ টাকা। ৫ বছর পরে মালিক পক্ষ ৬৩৬০ টাকার প্রস্তাব শ্রমিকদের সঙ্গে প্রতারণা ও তামাশা ছাড়া আর কিছু নয়।
তারা বলেন, একজন শ্রমিকের মজুরি হওয়া উচিত ২৮,৬২০ টাকা কিন্তু আমরা ১০ হাজার বেসিক বাড়ি ভাড়া, ৪ হাজার চিকিৎসা সহ মোট ১৬ হাজার টাকা দাবি করছি, যা অত্যন্ত ন্যায্য একটি দাবি।
এসময় সরকার কে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, চলতি সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে অক্টোবর মাস থেকে কঠোর আন্দোলন করা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক সংহতি আন্দোলনের সভাপতি তাছলিমা আক্তার, মাহবুর রহমান ঈসমাইল ও গার্মেন্টস শ্রমিকরা।