Breaking News
Home / বাংলাদেশ / ঈদ উল আযহা আগামী ২২ আগস্ট পালিত হবে

ঈদ উল আযহা আগামী ২২ আগস্ট পালিত হবে

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২২ আগস্ট পবিত্র ঈদ উল আযহা পালিত হবে।

রোববার (১২ আগস্ট) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কক্সবাজার থেকে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগমও NewsReport24.com কে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি আরবে ২০ আগস্ট (মঙ্গলবার) পবিত্র হজ পালিত হবে। ২১ আগস্ট দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সৌদি সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়েছে, ১২ আগস্ট রোববার হবে জিলহজ মাসের প্রথম দিন।হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ বছরের ১২তম মাস। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিনদিন ধরে পশু কোরবানি দেওয়া যায়।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *