শব্দ
অর্থবোধক ধ্বনিকে শব্দ বলে।
শব্দের ক্ষুদ্রতম একক বর্ণ।
(ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ)
* গঠনগতভাবে শব্দ ২ প্রকার।
১। মৌলিক শব্দ:- লাল, গোলাপ।
২। সাধিত শব্দ: হাত+ল=হাতল, চল+অন্ত=চলন্ত
* অর্থগতভাবে শব্দ তিন প্রকার।
১। যৌগিক শব্দ: গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্য।
২। রূঢ়ি শব্দ:- হাতি, গবেষণা, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ, পাঞ্জাবি, কালি।
৩। যোগরূঢ় শব্দ: পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি, জলদ, সরোজ।
* উৎসগতভাবে শব্দ ৫ প্রকার।
১। তৎসম শব্দ: (হুবহু সংস্কৃত থেকে এসেছে)
চন্দ্র, সূর্য,নক্ষত্র, ভবন, হস্ত, বৃক্ষ, পুষ্প, পিতা, মাত,চর্মকার কর্মকার, কৃষ্ণ, মস্তক, ঘৃত।
২।অর্ধতৎসম শব্দ:- (কিছুটা বিকৃত হয়ে এসেছে):
জোছনা, ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম. কুচ্ছিত, গতর, নেমন্তন, মশায়, খিদে।
৩। তদ্ভব শব্দ (সম্পূর্ণ বিকৃত হয়ে এসেছে)
মা, হাত, পা, চাঁদ, চামার, কামার ইত্যাদি।
৪। দেশি শব্দ:
কুলা, টোপার, ডাব, ডাগর, ঢেকি, চুলা,ঝোল, খোল, ডিঙ্গা, ঝিঙ্গা, ঝাউ, ঝাঁটা, কালা, বোবা, ঢোল, ঠোঙ্গা।
৫।বিদেশী শব্দ:
আরবি শব্দ: হালাল, হারাম, জান্নাত, জাহান্নাম, গোসল, ওযু, কিয়ামত, শরিফ, সিয়াম, মুনাফা, তুফান, মর্সিয়া।
ফারসি শব্দ:খোদা, নামায, রোজা, তারিখ, বেহেশ্ত, দোযখ, চশমা, পেরেশান, জিন্দাবাদ, সরকার, শাদি সুদ, সেতারা, বারান্দা।
পর্তুগীত শব্দ:- আনারস, আলপিন, আলমারি, আলকাতরা, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, বালতি, পিস্তল, জানালা।
ফরাসি শব্দ:- কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরা, রেনেসা, বুর্জোয়া।
ওলন্দাজ শব্দ: ইস্কাপন, হরতন, রুইতন, টেক্কা, তুরুপ।
গুজরাটি শব্দ:- খদ্দর, হরতাল, জয়ন্তি।
পাঞ্জাবি শব্দ: চাহিদা, শিখ।
ইংরেজি শব্দ:- পুলিশ, এজেন্ট, কলাম, স্কুল, আফিম ইত্যাদি।
তুর্কি শব্দ:- চাকর, চাকু, তোপ, দারোগা, বাবুর্চি, কাঁচি, বন্দুক, বাবা, লাশ, উজবুক, খাতুন, বেগম, কুলি, সওগাত।
চীনা শব্দ:- চা, চিনি, এলাচি, লিচু, সিন্দুর, সাম্পান।
মায়ানমার/বার্মি: ফুঙ্গি, লুঙ্গি।
জাপানি শব্দ:- রিক্সা, হারিকেন, হারাকিরি, জুডো, হাসনাহেনা, টাইফুন, সুনামি।
মেক্সিকো শব্দ:- চকোলেট।
পেরু শব্দ:- কুইনাইন।
হিন্দি শব্দ:- পানি, ফালতু, দাদা, কাহিনী, খাম, ছিনতাই, টহল, বেটা, চানাচুর।
জার্মান শব্দ:- কিন্ডার গার্ডেন, নাৎসি।
ইতালিয়ান শব্দ:- সনেট, ম্যাজেন্টা, মাফিয়া।
গ্রিক শব্দ:- দাম, কেনি, কেন্দ্র, ইউনানি, সুড়ঙ্গ।
অস্ট্রেলীয় শব্দ:- ক্যাঙ্গারু।