Home / Preliminary / ৪০ তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ও পূর্ণ সঠিক সমাধান
৪০ তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান

৪০ তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ও পূর্ণ সঠিক সমাধান

নিচে ৪০ তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ও পূর্ণ সঠিক সমাধান দেয়া হল। অনেকেরই মতে এবার প্রশ্নপত্র খুব একটা সহজ হয়নি। প্রায় ১০০ টি নতুন প্রশ্ন এসেছে। অনেকে মনে করছেন এতে কাট মার্কস কম হবে কিন্ত মেধার যাচাই হবে। বই হুবহু মুখস্থ করে বিসিএস প্রিলি পাস করার দিন শেষ বলেও অনেকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কমেন্ট করেছেন।

৪০ তম বিসিএস এর ৪ টি সেটের পূর্ণ সঠিক সমাধানঃ

উত্তর গুলি মিলিয়ে নিন আপনার দেয়া উত্তরের সাথে। পরীক্ষা ভালো হয়ে থাকলে written exam এর প্রস্তুতি নেয়া শুরু করুন। ভালো না হলে ৪১ তম বিসিএস স্পেশাল বিসিএস আসতেছে, এটার জন্য আদা জল খেয়ে লেগে পড়ুন আজ থেকেই।

মনে রাখবেন স্পেশাল বিসিএস এ শুধু এমসিকিউ পরীক্ষা হবে। কোন লিখিত পরীক্ষা হবে না। প্রায় ২০০০ জন শিক্ষক নিয়োগ হবে ৪১ তম বিসিএস দিয়ে।

৪০ তম বিসিএস এর সেট – ৩ প্রশ্নপত্র 

৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এর অন্য একটি সমাধান। আপনি এটার সাথেও মিলিয়ে নিতে পারেন।

ধন্যবাদ এই ওয়েবসাইট এর সাথে থাকার জন্য।

Check More Lessons

BCS English Preparation – 3rd Part

301. Viable — (a) Possible, (b) That can be done, (c) Capable, (d) That will …

error: Please only share in social medias to support us. Copy/Paste/Right Click is not allowed!