Home / Preliminary / সমার্থক শব্দ

সমার্থক শব্দ

সমার্থক শব্দ

অশ্রু- নেত্রবাড়ি, ধারাপাত, লোরি
ইতি- সাঙ্গ, রফা, ছেদ।
মিনতি- উপরোধ, খাতির
ঈশ্বর-প্রজাপতি, স্বয়ম্ভূ, বিভু, জগদীশ, জগন্নাথ।
কন্যা- তনয়া, আত্মজা, নন্দিনী, দুহিতা।
কোকিল-পরভৃত, পরপুষ্ট, পিফ, মধুসখ।
নারী- রমা, কামিনী, অবলা, ললনা,
ময়ুর- কেকা, কেকী, কলাপী।
সংবাদ- সন্দেশ, সন্ধান।
স্বর্গ- অমরাবতী, দ্যুলোক।
দিবস- দিনমান, অযামিনী, অহনা, অহ্ন।
যুদ্ধ- যমর, আহর, রন
শত্রু- অরাতি, অরি, রিপু, অররু।
অগ্নি- হতাশন, পাবক, সর্বভুক
অন্ধকার- তিমির, তমসা, তমঃ।
অশ্ব- বাজী, তুরগ, তরঙ্গম, হয়, তুরঙ্গ।
আকাশ- দ্যুলোক, কোম, খ,অম্বর।
উর্মি- উদ্বেল, বিপুল, কল্লোল, বীচি, হিল্লোল, মহোর্মি।
কেশ- কবরী, চিকুর, কুন্তল, অলক।
কিরণ- বিভা, কর, অংশু।
চক্ষু- লোচন, অক্ষি, ইক্ষা, দৃক।
চাঁদ- বিধু, শশাঙ্ক, ইন্দু, সোম, কলধের, শশী।
জল- নীর, সলিল, অপ, তয়, ‍উদক, বারি।
সমুদ্র- নীলাম্বু, বারিশ, বারীন্দ্র।
সূর্য- তপন, মার্তন্ড, সবিতা, আফতাব, অর্ক, ভানু, মিহির, অরুণ।
নদী- তটিনী, শৈবালিনী, সরিৎ, গাঙ, কুলবতী।
পদ্ম- পঙ্কজ, শতদল, কুবলয়, কুমুদ, কোকনদ,রাজীব।
পর্বত- অচল, অদ্রি, ভূধর, শৈল, নগ, গিরি।
পাখি- বিহগ, খেচর, শকুন্ত, খগ,গরুড়ম দ্বিজ।
সাপ- অহি, আশিকী, ফনী, ভুজন।
বন- অটবী, বিপিন, কান্তার।
বাতাস- মরুৎ, সমীরণ, অনিল, ।
বিদ্যুৎ- শম্পা, অশনি, চপলা, সৌদামিনী।
মেঘ- বারিদ, জলদ, নীরদ, পয়োধর।
রাত্রি- যামিলী, শর্বরী, ক্ষণদা।
ললাট- অদৃষ্ট, তিলক, নিয়তি।
হাত- কর, পানি।
হাতী- করী,কুঞ্জর, গজ, নাগ, দ্বিপ, মাতঙ্গ।
সৈনিক- অনীক, সিপাহি।
ইচ্ছা- স্পৃহা, বাঞ্ছা, আকিঞ্চন।
গৃহ-আলয়  , নিলয়, নিকেতন, আগার।
স্ত্রী- দারা, বধূ, গৃহিনী, জানি, ধনিকা।
সওগাত- উপহার।
অপোগন্ড- অপ্রাপ্ত বয়স।
ঠোঁট- অধর, ওষ্ঠ, চঞ্চু।

 

Check More Lessons

BCS English Preparation – 2nd Part

151. The train runs ___ time. Ans: on. (not with time) [Note: In time = …