Home / Preliminary / বানান ও বাক্য শুদ্ধি

বানান ও বাক্য শুদ্ধি

বানান ও বাক্য শুদ্ধি

ভুল হতে পারে এমন কিছু বানান দেখে নিন।

শুদ্ধ বানানের তালিকা:-

অন্ত্যেষ্টিক্রিয়া, উৎকর্ষ/উৎকৃষ্টতা, উচ্চৈঃস্বরে, শ্রদ্ধাঞ্জলি, তিতিক্ষা,নৈর্ঋত,ইন্দ্রজালিক/ঐদ্রজালিক, তদ্ব্যতীত, নিশীথিনী, প্রজ্বলিত, শ্বশুর, সমভিব্যাহারে, সন্ন্যাসী, প্রত্যুৎপন্নমতি, ভাগীরথী, বুদ্ধিজীবী, মন্বন্তর, শ্বশ্রূ (শাশুড়ি), শ্মশ্রু (দাড়ি), পিশাচ, ইতঃপূর্বে, অকালপক্ব, জলোচছ্বাস, পূর্বাহ্ন, শশিভূষণ, শুশ্রূষা, সান্ত্বনা, শুচিস্মিতা, মুহুর্মুহু, শ্রদ্ধাস্পদেষু, ষান্মাসিক, স্বায়ত্তশাসন, স্বত্বাধিকার, ব্যুৎপত্তি ।

বাক্য শুদ্ধির ক্ষেত্রে:-

ভুল বানান নিয়ে বাক্য লিখা থাকবে এবং সে বাক্যটি শুদ্ধরূপে লিখতে হবে। এজন্য সকল বানান শুদ্ধরূপে শিখতে হবে।

Check More Lessons

BCS English Preparation – 2nd Part

151. The train runs ___ time. Ans: on. (not with time) [Note: In time = …