Home / Preliminary / বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়

বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়

বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়

ভাষার মৌলিক অংশ চারটি। ধ্বনি, শব্দ, বাক্য,অর্থ।

ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব।

ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়:- বর্ণ, সন্ধি, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, এবং ধ্বনি সংক্রান্ত সকল বিষয়।

শব্দতত্ত্ব/রূপতত্ত্বের আলোচ্য বিষয়:- লিঙ্গ, সমাস, কারক. বচন, ধাতু, সংখ্যাবাচক, পদ, পদাশ্রিত নির্দেশক, দিরুক্তি, ক্রিয়া, কলি, পুরুষ, উপসর্গ, প্রকৃতি-প্রত্যয়, পদ।

বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়:- যতিচিহ্ন, বাগধারা, পদক্রম, বাচ্য, উক্তি, বাক্য সংক্রান্ত সকল বিষয়।

ধ্বনি

ভাষার মূল উপদান ধ্বনি। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক ও ভিত্তি।

ধ্বনি ২ প্রকার।

০১। স্বরধ্বনি

০২। ব্যাঞ্জনধ্বনি।

স্বরধ্বনি আবার ২ প্রকার। মৌলিক ও যৌগিক স্বরধ্বনি।

মৌলিক স্বরধ্বনি (৭টি):- অ, আ, ই, অ্যা/এ্যা,উ, এ, ও।

যৌগিক স্বরধ্বনি (২৫)টি।

আর যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ ২ টি। ঐ (অ+ই), ঔ (অ/ও+উ)।

উচ্চারণ অনুসারে স্বরধ্বনি ২ প্রকার।

১। হ্রস্বস্বর (৪টি): অ, ই, উ, ‍ঋ।

২। দীর্ঘস্বর (৭টি):- আ , ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ।

সংস্কৃত স্বরধ্বনি:- ই, উ।

বিবৃত স্বরধ্বনি: অ, আ ।

ব্যাঞ্জনধ্বনি: (৩৯টি)

উচ্চারণ স্থানভেদে শ্রেণীবিভাগ:-

১। কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ: ক খ গ ঘ  ঙ

২। তালব্য বর্ণ:- চ ছ জ ঝ ঞ শ য য়

৩। পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ: ট ঠ ড ঢ ণ ষ র  ড় ঢ়

৪। দন্ত বর্ণ: ত থ দ ধ ন ল স

৫। ওষ্ঠ্য বর্ণ: প ফ ব ভ ম

স্পর্শ ধ্বনি (২৫টি)

উচ্চারণ স্থান অঘোষ ঘোষ
অল্পপ্রাণ মহাপ্রাণ অপ্রপ্রাণ মহাপ্রাণ নাসিক্য
কন্ঠ
তালু
মূর্ধা
দন্ত্য
ওষ্ঠ্য

 

অন্ত:স্থ ধ্বনি: য র ল ব।

উষ্ম ধ্বনি: শ ষ স হ (৪টি)।

অযোগবাহ ধ্বনি:  ং ঃ

কম্পনজাত ধ্বনি: র

পরাশ্রয়ী ধ্বনি: ং ঃ

পার্শ্বিক ধ্বনি:- ল

তাড়নজাত ধ্বনি: ড় ঢ়

আনুনাসিক ধ্বনি: ঁ

ধ্বনির পরবির্তন

১। আদি স্বরাগম:- স্কৃল>ইস্কুল

২। মধ্য স্বরাগম: স্বপ্ন>স্বপন

৩। অন্ত্যস্বরাগম: সত্য>সত্যি

৪। অপিনিহিতি: (পরের ই/উ কার আগে চলে আসে) যেমন: আজি> আইজ , চারি> চাইর।

য-ফলার অপিনিহিতি: সত্য>সইত্য, কন্যা> কইন্যা।

৫। অসমীকরণ:   টপ+টপ>টপাটপ
ধপ+ধপ>ধপাধপ

৬। স্বরসঙ্গতি: মুলা>মুলো, বিলাতি>বিলিতি

(৪ প্রকার)

ক. প্রগত: মুলা>মুলো
খ. পরাগত: আখো>আখুয়া
গ. মধ্যগত: বিলাতি> বিলিতি
ঘ. অন্যোন্যা: মেজা>মুজো

৭। সম্প্রকর্ষ :   জানালা> জানলা
সুবর্ণ>স্বর্ণ
আশা>আশ

৮।ধ্বনি বিপর্যয়: পিশাছ>পিচাশ
লাফ>ফাল
বিক্‌সা> রিস্‌কা
বাক্‌স> বাস্‌ক

৯। সমীভবন:    জন্ম> জম্ম
পদ্ম> পদ্দ

(৩ প্রকার)

ক. প্রগত: পক্ব>পক্ক
খ. পরাগত: তৎ+জন্ন>তজ্জন্য
গ. অন্যোন্য: সত্য>সচ্চ
সংস্কৃত বিদ্যা> প্রাকৃত বিজ্জা

১০। বিষমীভবন:- লাল>লাল, শরীর>শরীল

১১। ব্যাঞ্জনবিকৃতি: কবাট>কপাট, ধোবা>ধোপা

১২। অন্তর্হতি: ফাল্গুন > ফাগুন
ফলাহার> ফলার

১৩। ব্যাঞ্জনচ্যুতি: বউদিদি> বউদি, বড়দাদা>বড়দা

১৪। অভিশ্রুতি: শুনিয়া>শুনে, চলিয়া>চলে।

 

Check More Lessons

BCS English Preparation – 2nd Part

151. The train runs ___ time. Ans: on. (not with time) [Note: In time = …