বাংলাদেশের জনগণের স্বার্থরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পূর্ণ সমর্থন ও সব ধরনের সহযোগিতার’ প্রতিশ্রæতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কের স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রæতি দেন। ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ’ পরিবেশে বৈঠক অনুষ্ঠানের কথা জানিয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, আলোচনায় রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার বিষয়গুলো গুরুত্ব পায়।
পররাষ্ট্র সচিব জানান, বৈঠকে শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সমর্থন ও সব ধরনের সহযোগিতার কথা বলেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তিনি বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেন। মহাসচিবের দায়িত্ব পাওয়ার আগে ২০০৫-২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন গুতেরেস। তখন তিনি বাংলাদেশ সফর করেন। জাতিসংঘ মহাসচিব হওয়ার পর চলতি বছর আবারো তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাদের দুর্দশার চিত্র দেখেন। মিয়ানমারের এ নিপীড়িত জনগোষ্ঠীকে মানবিক কারণে আশ্রয় দেয়ায় গুতেরেস সব সময়ই বাংলাদেশ ও শেখ হাসিনার প্রশংসা করে আসছেন।
পররাষ্ট্র সচিব জানান, বৈঠকের জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকৃত অর্থেই ‘লক্ষণীয় ও শিক্ষণীয়’। রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানবিক আচরণ অন্য অনেক দেশের রাষ্ট্রপ্রধানের জন্য রোল মডেল হতে পারে, উল্লেখ করেন গুতেরেস।
পররাষ্ট্র সচিব জানান, বৈঠকে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করার ওপর জোর দেন। জলবায়ুু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শেখ হাসিনাকে নেতৃত্ব ধরে রাখার জন্যও অনুরোধ করেন তিনি। শহীদুল হক বলেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলেও আশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। একই দিনে আন্তর্জাতিক রেডক্রসের প্রেসিডেন্ট পিটার মাউরা এবং ৭৩তম সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফেরনান্দা এসপিনোসা গার্সিসও জাতিসংঘে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।