Breaking News
Home / রাজনীতি / বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তলব করেছে দুদক
আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তলব করেছে দুদক
আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তলব করেছে দুদক

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তলব করেছে দুদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের পরিচালক কাজী শফিকুল ইসলামের সই করা চিঠি তার চট্টগ্রামের চকবাজারের ঠিকানায় পাঠানো হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামী ২৮ আগস্ট সকাল ১০টায় জিজ্ঞাসাবাদের জন্য আমীর খসরুকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।’

দুদক সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজে, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

চলতি বছরের ১৩ আগস্ট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এরই অংশ হিসেবে ২৮ আগস্ট তাকে তলব করা হয়েছে।

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *