Breaking News
Home / রাজনীতি / পরাজয়ের ভয়ে নির্বাচনে আসবে না বিএনপি: কাদের

পরাজয়ের ভয়ে নির্বাচনে আসবে না বিএনপি: কাদের

পরাজয়ের ভয়ে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এবার সারা দেশে নৌকার জোয়ার এসেছে। সেই জোয়ার থামানোর জন্য নির্বাচন বানচালের চেষ্টা করবে ষড়যন্ত্রকারীরা। আমাদের সতর্ক থাকতে হবে।’

বুধবার (৩ অক্টোবর) রাজধানীর নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের চলমান সপ্তাহব্যাপী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী ডিসেম্বরে নির্বাচনের জন্য সবাই প্রস্তুত। বিএনপিও প্রস্তুত। হেরে যাওয়ার ভয় থাকলে বিএনপি নির্বাচনে আসবে না। বিএনপি না এলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। দেশে আর ‘মাগুরা মার্কা’ নির্বাচন আর হবে না। ‘১৫ ফেব্রুয়ারি মার্কা’ ভোটারবিহীন নির্বাচন হবে না। বিএনপি না এলেও ২০০৮ সালের মতো উৎসবমুখর পরিবেশে এবার ভোট হবে।’

বামপন্থি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য প্রসঙ্গে নিজের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্য আমরাও চাই। তবে স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে, নষ্ট রাজনীতির বিরুদ্ধে। কিন্তু বামপন্থিরা আমার একটি বক্তব্য ভুল বুঝেছে। আমি তাদের শ্রদ্ধা করি। আমি তাদের আমাদের সঙ্গে নির্বাচনী ঐক্যের জন্য আহ্বান জানাইনি। আমি বলেছি, এই মুহূর্তে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুকে নেতা মানেন, তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।’

স্থানীয় সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপসের সভাপতিত্বে গণসংযোগে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *