Breaking News
Home / শিক্ষা / ঢাবি খ ও ঘ ইউনিট প্রস্তুতি নিয়ে জাবি খ ও গ ইউনিট কিভাবে পরীক্ষা দিবেন?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি

ঢাবি খ ও ঘ ইউনিট প্রস্তুতি নিয়ে জাবি খ ও গ ইউনিট কিভাবে পরীক্ষা দিবেন?

ঢাবি খ ও ঘ ইউনিট এর প্রস্তুতি নিয়ে কিভাবে জাবি খ, গ  ইউনিট এ পরীক্ষা দিবেনঃ (ফ্রম ফেসবুক)

📢কিছু কথাঃ
জাবি(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের অন্যতম পাব্লিক বিশ্ববিদ্যালয়।যেখানে সবচেয়ে উচু শহীদ মিনার,প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য সব ই দেখা যায় জাবি তে।টারজান পয়েন্ট,প্রান্তিক,বটতলা সব ই রয়েছে জাবি তে।৬৯৭ একর এ প্রত্যেক টা স্থান একেক টা ভালোবাসার নাম।

কারা আবেদন করতে পারবেঃ
*২০১৮-১৯ এর সার্কুলার কাল, পরশু এর মধ্যে এর বের হবে।

২০১৫ সাল ও তার পরবর্তী বছরসমুহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০১৭ ও ২০১৮ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
**2018-19 সার্কুলার অনুযায়ী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে

অর্থাৎ ২য় বার এডমিশন ও চালু রয়েছে।

B ইউনিট এর বিষয় সমুহ ও জিপিএ Require:
*২০১৭-১৮ সার্কুলার অনুযায়ী এবার আগের মতই থাকার সম্ভবনা বেশি

📋১)অর্থনীতি
* উচ্চমাধ্যমিক বিজ্ঞানঃইংরেজি ও গনিতে A- গ্রেড
*উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসাঃবাংলা ও ইংরেজীতে A-
📋2)ভুগোল ও পরিবেশ
*উচ্চমাধ্যমিক বিজ্ঞানঃবাংলা অথবা ইংরেজি তে B গ্রেড
*উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসাঃবাংলা অথবা ইংরেজি তে B গ্রেড

অর্থাৎ বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা সাব্জেক্ট এ B গ্রেড থাকলেই হবে
📋 ৩)সরকার ও রাজনীতি
*উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যাবসায়/মানবিকঃবাংলায় A- এবং ইংরেজিতে B গ্রেড
📋৪)নৃবিজ্ঞান
উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়/মানবিকঃবাংলা ও ইংরেজিতে A- থাকতে হবে।
📋৫)নগর ও অঞ্চল পরিকল্পনা
*উচ্চমাধ্যমিক বিজ্ঞান/মানবিক/ব্যবসায়ঃগনিত ও ইংরেজিতে A- থাকতে হবে
৬)লোক প্রশাসন
*উচ্চমাধ্যমিক বিজ্ঞান/মানবিক/ব্যবসায়ঃইংরেজিতে A- গ্রড থাকতে হবে

 B ইউনিট এ বিজ্ঞানঃমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
 B ইউনিট এ মানবিক/ব্যবসায়ঃমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে

***মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এ নুন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে

 C ইউনিট এর বিষয় সমুহ ও জিপিএ Require:

📋১)বাংলা
*উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়ঃবাংলায় A- থাকতে হবে।মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে
*উচ্চমাধ্যমিক মানবিকঃবাংলা A- থাকতে হবে।মোট জিপিএ ৭.০০ থাকতে হবে

📋২)ইংরেজি
*উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যাসায়ঃইংরেজিতে A- থাকতে হবে।মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
*উচ্চমাধ্যমিক মানবিকঃইংরেজি তে A- থাকতে হবে।মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে

📋৩)ইতিহাস
*উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়ঃবাংলা ও ইংরেজি তে B গ্রেড।মোট জিপিএ ৭.০০।
*উচ্চমাধ্যমিক মানবিকঃবাংলা ও ইংরেজি তে B গ্রেড।মোট জিপিএ ৬.৫০

📋৪)আন্তর্জাতিক সম্পর্ক
*উচ্চমাধ্যমিক বিজ্ঞানঃইংরেজি তে A-।মোট জিপিএ ৮.০০।
*উচ্চমাধ্যমিক ব্যবসায়/মানবিকঃইংরেজিতে A-।মোট জিপিএ ৭.৫০

📋৫)জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ
*উচ্চমাধ্যমিক বিজ্ঞানঃবাংলা ও ইংরেজিতে A-।মোট জিপিএ ৮.০০।
*উচ্চ্যমাধ্যমিক ব্যবসায়/মানবিকঃবাংলা ও ইংরেজিতে A-। মোট জিপিএ ৭.৫০

📋৬)দর্শন
*উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়ঃবাংলা ও ইংরেজিতে B গ্রেড।মোট জিপিএ ৭.০০।
*উচ্চমাধ্যমিক মানবিকঃবাংলা ও ইংরেজিতে B গ্রেড।মোট জিপিএ ৬.৫০
📋৭)প্রত্নতত্ত্ব
*উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ ব্যবসায়ঃবাংলা ও ইংরেজিতে B গ্রেড।মোট জিপিএ ৭.০০।
*উচ্চামাধ্যমিক মানবিকঃবাংলা ও ইংরেজি তে B গ্রেড।মোট জিপিএ ৬.৫০।

****মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সর্বনিম্ন ৩.০০ থাকতে হবে।

 B ইউনিট মানবন্টনঃ
১)বাংলা-১০
২)ইংরেজি-১৫
৩)সাধারণ গনিত-১৫
৪)সাধারণ জ্ঞান-২৫
৫)মানসিক দক্ষতা-১৫

সর্বমোট-৮০ নম্বর

 C ইউনিট মানবন্টনঃ
১)বাংলা-১৫
২)ইংরেজি-১৫
৩)বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান-৫০

সর্বমোট-৮০ নম্বর

📝 জাবি B ও C ইউনিট এর জন্যে ইম্পরট্যান্ট বুক ও কিভাবে প্রস্তুতি নিবেনঃ

 ঢাবি খ ও ঘ ইউনিট এর অনুরুপ প্রস্তুতি। কিন্তু সাথে সাধারণ গনিত ও IQ টা রাখতে হবে।একদম বেসিক থেকে জাবি B ও C ইউনিট এ প্রশ্ন হয়ে থাকে।

📌📌📌📌📌বাংলা📌📌📌📌📌

১ম পত্রঃ
***কবি পরিচিতি(লেখকের বই,জন্মস্থান,জন্ম/মৃত্যু তারিখ)
****গুরত্বপূর্ণ উক্তি
২য় পত্রঃ
*ধ্বনি বর্ণ,উচ্চারণ,সন্ধি,সমাস,কারক ও বিভক্তি,প্রকৃতি ও প্রত্যয়,বাক্য,শব্দ,সমার্থক, বিপরীত শব্দ,বাগধারা।

📎ইম্পরট্যান্ট বুক—
১)বাংলা ১ম পত্র বই ও ৯ম-১০ম শ্রেনীর ব্যকরণ বই।
২)বাংলা বিচিত্রা
৩)১০-৩৮ বিসিএস প্রশ্ন সলভ(প্রফেসরস বিসিএস প্রশ্নব্যাংক)

📌📌📌📌📌ইংরেজী📌📌📌📌📌

ভোকাবূলারীঃ
*** Synonym,Antonym,spellings,Analogy,Phrase & Idioms

**Competitive exam book er ভোকাবুলারী অংশ টা শেষ করতে পারলে অনেক ভালো।

গ্রামারঃ
(*)Parts of speech(*)Noun(*)Pronoun(*)Adjective(*)Adverb(*)Verb[Subject agreement,Right form of verbs,modals,causative,Subjunctive,Modals],,(*) Conditionals(*)Voice(*)Narration(*)Articles

Literatur :
*Authors book,text book poetry,authors quotations

📎ইম্পরট্যান্ট বুকঃ
1)Professors Competitive exams(Vocabulary+Grammar+Literature)
2)10-38 Bcs question সলভ(প্রফেসরস বিসিএস প্রশ্ন ব্যাংক)

📌📌📌সাধারণ জ্ঞান( GK)📌📌📌

GK বা General Knowldge এডমিশন টেস্ট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ।
সাধারনত আমরা Used to না GK এর সাথে।এইটা আমাদের পাঠ্য সূচির বাইরেই বলা চলে।

GK সাধানরত ২ টা অংশ থাকে:
১)বাংলাদেশ অংশ
২)আন্তর্জাতিক অংশ

আর প্রশ্ন গুলা সাধারনত এই ২ অংশের ভিতরেই হয়।

সাম্প্রতিক সংবাদ এর সাথে আমরা সবাই পরিচিত।সাধারনত এই সাম্প্রতিক সংবাদ গুলাই এক সময় GK এর অংশ হয়ে থাকে।

***এখন আসি GK এর জন্যে ইম্পরট্যান্ট কিছু বই:::::

১)MP3 GK Book(খুব গুছালো একটা বুক।এডমিশন এর জন্যে ভালো)
২)জুবায়েরস GK(এইটা খুব ই ভালো বই।শুধুমাত্র ঢাবি,বিইউপি,রাবি,চবি এর জন্যে)
৩)আজকের বিশ্ব

***MP3,Zubayers GK টাই ভালো।
****১০-৩৭ বিসিএস Gk Question solve।

****জাবি Gk একটু আলাদা প্যাটার্ন এ হয়ে থাকে।এই জন্য সাব্জেক্ট ভিত্তিক GK গুলো শেষ করতে হয়।

*MP3 Or Zubayers Gk এর পাশাপাশি

*নবম-দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের সমাজ বই।
মানবিক এর পৌরনীতি,অর্থনীতি।
*একাদশ-দ্বাদশ এর মানবিক এর বিষয় ভিত্তিক বই গুলো ইম্পরট্যান্ট।

📌📌📌📌সাধারণ গনিত📌📌📌📌

***৯ম-১০ শ্রেনীর সাধারন গনিত।

📎ইম্পরট্যান্ট বুক
১)৯ম-১০ম সাধারন গনিত বুক
২)১০-৩৮ পর্যন্ত BCS গনিত গুলো সলভ

📌📌📌মানসিক দক্ষতা( IQ)📌📌📌

***বেসিক কিছু IQ থাকবে।

📎ইম্পরট্যান্ট বুকঃ

১)১০-৩৮ BCS IQ গুলো কম্পলিট করলেই হবে

শুভকামনা রইলো।দেখা হবে বিজয়ে😊

Saiful Islam Saif
Department of Public Administration
Bangladesh University of Professionals-BUP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *