Breaking News
Home / রাজনীতি / চট্টগ্রামে ২৫ শর্তে ৪ ঘণ্টার সমাবেশ করবে ঐক্যফ্রন্ট

চট্টগ্রামে ২৫ শর্তে ৪ ঘণ্টার সমাবেশ করবে ঐক্যফ্রন্ট

জাতীয় ঐক্যফ্রন্টকে ২৫ শর্তে ৪ ঘণ্টার সমাবেশ করার অনুমতি দিল সিএমপি। দুপুর ২টায় শুরু করে সমাবেশ বিকাল ৫টার মধ্যে শেষ করতে বলা হয়েছে অনুমতি পত্রে।

চট্টগ্রামের প্রথম সমাবেশের অনুমতি দিতেই ২৫ শর্ত বেঁধে দিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ,-সিএমপি ।

২৭ অক্টোবর নগরের ঐতিহাসিক লালদীঘি ময়দানে সমাবেশটি করার আকাঙ্খা জানিয়ে আবেদন করলেও সদ্য জন্ম নেয়া দলটিকে পাঠিয়েছে নগরের কাজির দেউড়িতে অবস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনে। সেখানেই নির্দিষ্ট ২৫ শর্ত মেনে এই সমাবেশ করতে পারবে বলে সিএমপি উপ-কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশের স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে।

উল্লেখিত শর্তগুলোর মধ্যে রয়েছে-

১. এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে।
২. স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে।
৩. প্রশাসকি কাজের স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য অনুমতিপত্র দেখতে চাইলে প্রদর্মন করতে বাধ্য থাকবেন।
৪. কোনো মহল বা গোষ্ঠি যাতে নাশকামূলক কোনো কর্মকা- ঘটাতে না পারে সে লক্ষ্যে যাতে অবাঞ্ছিত কেউ সমাবেশস্থলে প্রবেশ করতে না পারে তা যথাযথ নিশ্চিত করতে হবে।
৫. সমাবেশস্থলে আগত অতিথি শ্রোতাদের যথাযথ নজরদারীর আওতায় নিয়ে আসার ব্যবস্থা করতে হবে।
৬. সমাবেশের নিরাপত্তা ও আইন- শৃঙ্খলা নিশ্চিত কল্পে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োজিত করতে হবে।
৭. স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলো অভ্যন্তরে ও বাইরে উন্নত রেজ্যুলেশনযুক্ত সিসি ক্যামরা স্থাপন করতে হবে।
৮. নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিটি প্রবেশগেটে আর্চওয়ে স্থাপন করতে হবে এবং সমাবেশে আগতদের হ্যা- হেল্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং এর ব্যবস্থা করতে হবে।
৯. নিজস্ব ব্যবস্থাপনায় ভেহিক্যাল স্ক্যানার/ সার্চ মিরর এর মাধ্যমে সমাবেশস্থলে আগত সকল যানবাহন তল্লাশির ব্যবস্থা করতে হবে।
১০. নূর আহম্মদ সড়কে সবসময় যানবাহনের প্রচুর চাপ থাকে বিধায় স্বাভাবিক যানচলাচল নিশ্চিতকল্পে ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।
১১. নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলে অগ্নিনির্বাপন ব্যবস্থা রাখতে হবে।
১২. ১৪.০০ ঘটিকা থেকে ১৭.০০ ঘটিকার মধ্যে সমাবেশের যাবতীয় কাজ শেষ করতে হবে।
১৩. আযান, নামাজ এবং অন্যান্য সংবেদনশীল মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।
১৪. গাড়ি পার্কিং এর নির্ধারিত স্থানে পার্কিং এর ব্যবস্থা করতে হবে। কোনো ক্রমেই রাস্তায় গাড়ি পার্কিং করা যাবে না।
১৫. সমাবেশ স্থলের চারপাশে কোনো স্থাপনা কিংবা বৃক্ষরাজির কোনো ক্ষতিসাধন করা যাবে না।
১৬. ধর্মীয় অনুভূতির উপর আঘাত আসতে পারে এমন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও বক্তব্য প্রদান করা যাবে না।
১৭. অনুমোদিত সময়ের পূর্বে কিংবা পরে নাসিমন ভবনের সম্মুখ ও আশপাশসহ রাস্তায় কোনো অবস্থাতেই সমবেত হওয়াসহ যান ও অন্য বাহনের চলাচলে কোনো প্রকাশ প্রতিবন্ধকতা সৃষ্টিকরা যাবে না।
১৮. আইন-শৃঙ্ঘলা পরিপন্থি ও জনস্বার্থ, রাষ্ট্র ও জননিরাপত্তা বিরোধী কার্যকলাপ করা যাবে না।
১৯. কোনো প্রকার লাঠি-সোটা/ব্যানার, ফেস্টুন, বহনের আড়ালে লাঠি, রড, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন করা যাবে না।
২০. মিছিল সহকারে সমাবেশস্থলে আসা যাবে না।
২১. কোনো প্রকাশ আতশবাজি/পটকা ফুটানো যাবে না।
২২. উস্কানীমীলক কোনো বক্তব্য প্রদান ও প্রচারপত্র বিলি করা যাবে না।
২৩. রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য প্রদান/ কার্যকলাপ ও প্রচারপত্র বিলি করা যাবে না।
২৪. সমাবেশস্থলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।
২৫. জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে উক্ত অনুমতির আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
জানাগেছে, ফসরকারী জিম্বাবুয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজের ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে লালদিঘীর সমাবেশে সাড়া দেয়নি মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে সিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন। আর তা শুক্রবার সকালে ঐক্যফ্রন্টকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সিএমপি উপ-কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ বলেন, চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৬ অক্টোবর। তাও দিবা-রাত্রির খেলা। আর এই ম্যাচে খেলোয়াড়দের নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা সিএমপির। তাই সিএমপি সিদ্ধান্ত নিয়েছেন কাজির দেউড়িতে চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনের মধ্যেই তাদের প্রোগ্রামের অনুমতি দেয়ার। সেই সিদ্ধান্ত সকালে তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে।

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *