আওয়ামী লীগের নামে যারা অপকর্ম ও চাঁদাবাজি করেছেন, দলে তাদের দলে ঠাঁই নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আসল কর্মীরাই দলের মধ্যে টিকে থাকবেন। ঘরের মধ্যে ঘর দেখতে চাই না। পকেট কমিটি করবেন না।
শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রাবি উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিই আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। নেত্রীর কাছে প্রত্যেক মনোনয়ন–প্রত্যাশীর আমলনামা, জরিপ রয়েছে। যিনি সবচেয়ে এগিয়ে থাকবেন, তাকেই মনোনয়ন দেওয়া হবে।’
সেতুমন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘বিএনপির ওপর জনগণের আস্থা নেই। যার কারণে আন্দোলন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিএনপি শুধু এটুকুই বলে আসছে, ঈদের পরে আন্দোলনে নামবে বিএনপি। এই ঈদ নয়, ওই ঈদে। গত ১০ বছরে দশ মিনিটের জন্যও রাস্তায় নেমে আন্দোলন করতে পারেনি বিএনপি। বাকি একমাসে তারা কী আন্দোলন করবে।’
আওয়ামী লীগে অনেক বসন্তের কোকিল আর সুবিধাবাদী প্রবেশ করেছে উল্লেখ করে কাদের বলেন, ‘এসব কুকিলরা দলের দুর্দিনে কখনও থাকবে না। তাদের অতিথি পাখিই বলা যায়। শেখ হাসিনা আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে ভেবে চিন্তে প্রার্থী নিশ্চিত করবেন।’
জনসভায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।