Breaking News
Home / রাজনীতি / ঐক্যফ্রন্টের ৭ দফা নির্বাচন বানচালের ষড়যন্ত্র: কাদের

ঐক্যফ্রন্টের ৭ দফা নির্বাচন বানচালের ষড়যন্ত্র: কাদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবেই ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ ৭ দফা দাবি পেশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ মাঠে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ এ পথসভার আয়োজন করে।

ঐক্যফ্রন্টের ৭ দফা প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘এই ৭ দফা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীরা আজ এক হয়েছে। জনগণ কি তাদের ঐক্যকে মেনে নিয়েছে? ১/১১-এর কুশীলবদের নেতৃত্ব জনগণ কি মেনে নিতে পারে?’

কাদের বলেন, ‘ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন আছেন মঞ্চে আর পেছনে প্রচ্ছন্ন ছায়া হয়ে আছেন সাজাপ্রাপ্ত তারেক রহমান। এই হলো তাদের জাতীয় ঐক্য। এই ঐক্যে জনগণের সাড়া নেই।’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেফতার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ঐক্যফ্রন্টের নেতা হিসেবে নয়, মইনুলকে গ্রেফতার করা হয়েছে একজন অপরাধী হিসেবে।’

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সমালোচনা করে কাদের বলেন, ‘ড. কামাল হোসেন আজ নষ্টরাজনীতির প্রবর্তক ও প্রচারক বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন। আর বিএনপি মাইনাস-২ এর নেতার সঙ্গে হাত মিলিয়ে তার মুক্তি দাবি করছে।’

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি মো. আখতারুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল আলম চৌধুরী নওফেল প্রমুখ।

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *