Breaking News
Home / রাজনীতি / আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ঐক্যফ্রন্টের

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ঐক্যফ্রন্টের

জাতীয় ঐক্যজোট ও চৌদ্দ দলীয় জোটের মধ্যে বহুল আলোচিত সংলাপ শেষে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে রাজধানীর বেইলি রোডে ড. কামালের হোসেনের বাসায় সংলাপ নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংলাপ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘আমরা সন্তুষ্ট নই আগেই বলেছি। ঐক্যফ্রন্টের দেয়া কর্মসূচি চলবে। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে দাবি জানিয়েছি। এ ব্যাপারে কোনও সদুত্তর পাইনি।’

সংবাদ সম্মেলনে একই সুরে মেলালেন ঐক্যফ্রেন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনও। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের নেতাদের বক্তব্য উত্থাপন শেষে প্রধানমন্ত্রী বেশ লম্বা বক্তৃতা করেছেন। তবে এতে বিশেষ কোনো সমাধান পাইনি।’

এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের মনের কথা উনি (প্রধানমন্ত্রী) জেনেছেন, আমরাও উনার মনের অবস্থা জানতে পেরেছি।’

সংবাদ সম্মেলেনওে আগের কথাই পুনরাবৃত্তি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আগেই মন্তব্য করেছি, সংলাপে আমি সন্তুষ্ট নই।’

আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এক দিনে সব পাওয়া যায় না। আমাদের আন্দোলন চলবে। আমাদের পরবর্তী কর্মসূচি ৬ নভেম্বর (রাজশাহী)।’ তিনি বলেন, আমি আগেই বলেছি, আমি সন্তুষ্ট না। সব সময় কী, সব হয় নাকি?

অপরদিকে আরেক ঐক্যফ্রন্ট নেতা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘সাত দফা দাবি তুলে ধরেছি। দাবি মানা, না মানা সরকারের ব্যাপার। তবে দাবি আদায়ে আন্দোলন চলবে।’

আ স ম আবদুর রব উপরোক্ত কথা বলে কামাল হোসেনের সম্মতি চাইলে কামাল হোসেন সম্মতি জ্ঞাপন করেন।

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *