৩৭ তম বিসিএস এডমিন ক্যাডার হীরক দাস ভাই এর পরামর্শক্রমে আমি বিসিএস পরীক্ষার্থী ভাইবোনদের জন্য অনলাইন এ খুব সহজে পরীক্ষা দিয়ে মার্কস, রাইট আনসার, রঙ আনসার, ব্লাঙ্ক আনসার, সকল পরীক্ষার্থীদের মধ্যে তার মেরিট পজিশন, Highest Marks in that exam, Lowest Marks in that exam, Average Marks in that exam, Participation Time of that exam সবকিছু জানতে পারবে এমন একটা ফ্রী ও এডমুক্ত ওয়েবসাইট বানাইছি। আমি চাই এখানে দেশের সবাই যুক্ত হয়ে প্রতিযোগিতা করুক।
এড্রেসঃ www.bcsexamination.com/exam
এখানে যে কেউ অ্যাকাউন্ট খুলে (শুধু নাম আর ইমেইল প্রয়োজন, ভুয়া নাম, ইমেইলও দিতে পারেন) যেকোনো সময় পরীক্ষা দিতে পারবে। সম্পূর্ণ প্রশ্নপত্র মাত্র ১ টি webpage এ থাকবে। সুতরাং মাত্র ১ মেগাবাইট দিয়েই ২/৩ টা পরীক্ষা দেয়া যাবে।
১। যেকোনো সময় পরীক্ষা দিতে পারবেন। ১টি পরীক্ষা কেবল ১ বার দেয়া যাবে। পরীক্ষা দেয়ার পর সঠিক উত্তর দেখে শিখে নিতে পারবেন।
২। সকল প্রশ্ন randomly but subject wise choose হয়ে question script এ অ্যাড হবে। প্রতিদিন মাত্র ১ টা প্রশ্নপত্র শিক্ষার্থীর অংশগ্রহণের প্রেক্ষিতে automatic generate হবে।
৩। সকল পরীক্ষার মার্ক সবাই দেখতে পাবে। Highest Marks, Lowest Marks, Average Marks, Right Ans, Wrong Ans, Blank Ans, Merit Position among all সবকিছু দেখা যাবে।
৪। বিসিএস এর ১০ টি বিষয়ের ১ লক্ষ প্রশ্নের একটি ছোট্ট database থাকবে। কিছু বন্ধু editor, moderator হিসেবে আছে সকল প্রশ্নের রেগুলার আপডেট দেয়ার জন্য।
৫। নিজেকে ভালভাবে যাচাই করতে পারবেন, যদি প্রতিদিন পড়াশোনা করে পরীক্ষা দিতে পারেন।
এড্রেসঃ www.bcsexamination.com/exam