Home / blog / BCS Online Coaching Center এর কিছু নিয়ম কানুন

BCS Online Coaching Center এর কিছু নিয়ম কানুন

এই পরীক্ষার ফরম্যাট বিসিএস এর মতই হুবহু।

১। যেকোনো সময় পরীক্ষা দিতে পারবেন। ১টি পরীক্ষা কেবল ১ বার দেয়া যাবে। পরীক্ষা দেয়ার পর সঠিক উত্তর দেখে শিখে নিতে পারবেন।
২। সকল প্রশ্ন randomly but subject wise choose হয়ে question script এ অ্যাড হবে। প্রতিদিন মাত্র ১ টা প্রশ্নপত্র শিক্ষার্থীর অংশগ্রহণের প্রেক্ষিতে automatic generate হবে।
৩। সকল পরীক্ষার মার্ক সবাই দেখতে পাবে। Highest Marks, Lowest Marks, Average Marks, Right Ans, Wrong Ans, Blank Ans, Merit Position among all সবকিছু দেখা যাবে।
৪। বিসিএস এর ১০ টি বিষয়ের ১ লক্ষ প্রশ্নের একটি ছোট্ট database থাকবে। কিছু বন্ধু editor, moderator হিসেবে আছে সকল প্রশ্নের রেগুলার আপডেট দেয়ার জন্য।
৫। নিজেকে ভালভাবে যাচাই করতে পারবেন, যদি প্রতিদিন পড়াশোনা করে পরীক্ষা দিতে পারেন।

এটা বানাতে আমাকে উৎসাহ দিয়েছেনঃ

৩৭ তম বিসিএস এর এডমিন ক্যাডার, বড়ভাই – হীরক দাস ভাই আর তার বন্ধু আমাদের মেসের বড়ভাই বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা হুমায়ূন ভাই।

Check More Lessons

এই পৃথিবীটা সবার জন্য সুখকর হয় না! – সুশান্ত পালের লিখা পড়ুন

এই পৃথিবীটা সবার জন্য সুখকর হয় না! সবাই ভাল থাকতে পারে না! সবাই ভাল থাকলে …