৪০তম বিসিএস পরীক্ষার সময়সূচি সম্পর্কে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সাংবাদিকদের জানান, আগামী এপ্রিল মাসে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
তিনি আরও বলেন, এপ্রিল মাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এর ফাঁকেই যাতে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া যায় তার জন্য কাজ করছেন।
পিএসসি সূত্র হতে জানা যায়, ৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করে পিএসসির ইতিহাসে রেকর্ড গড়েছে। এর আগে পিএসসির অধীনে অনুষ্ঠিত কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এত বিপুল আবেদন পড়েনি।
গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয়। এ পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।
ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
BCS Examination – বিসিএস পরীক্ষা BCS Exam Preparation – বিসিএস পরীক্ষা প্রস্তুতি , syllabus, circular, educational qualification, apply, question, exam date, admit card, seat plan, result, download, preliminary, written, viva pdf