আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ১৬ সদস্যবিশিষ্ট দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে স্থান পেয়েছেন ৩৫ বছর বয়সী তারকা পেসার লাসিথ মালিঙ্গা।
মালিঙ্গাকে দলের জার্সিতে শেষ দেখা গিয়েছিলো ২০১৭ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে। হাঁটুতে ইনজুরি এবং ফিটনেস না থাকায় দলের বাইরে ছিলেন প্রায় এক বছর। তবে সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভাল করতে পারছে না শ্রীলঙ্কা। গত ১২টি সিরিজের মধ্যে তাঁরা জিতেছে মাত্র দুইটি।
সাউথ আফ্রিকা সিরিজের পর ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ দিনেশ চান্দিমালও ফিরেছেন দলে। দলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে দানুশকা গুনাতিলাকার স্থান পাওয়া। তিনিও “দলীয় শৃঙ্খলা” ভঙ্গের দায় এড়াতে ছয় ম্যাচ নিষিদ্ধ ছিলেন।
শ্রীলঙ্কা ১৫ সেপ্টেম্বর তাঁদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে।
শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথেউস (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, দানুশকা গুনাতিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয় ডি সিলভা, আকিলা দানানজয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপনসো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমাল, দুশমন্থ চামিরা এবং লাসিথ মালিঙ্গা।