Breaking News
Home / বাংলাদেশ / গাইবান্ধায় বাস-ট্রাক্টর সংর্ঘষে নিহত ৫

গাইবান্ধায় বাস-ট্রাক্টর সংর্ঘষে নিহত ৫

জেলার পলাশবাড়ী উপজেলায় সড়কের পাশে থেমে থাকা টাক্টরের সঙ্গে চলন্ত বাসের সংঘর্ষে শিশুসহ পাঁচ জন নিহত এবং আরো নয়জন আহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইচমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস ‘অনাবিল পরিবহন’ যাত্রী নিয়ে দ্রুতগতিতে এসে ওই এলাকায় থেমে থাকা একটি টাক্টরকে ধাক্কা দিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চার বাসযাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আট বছরের একটি শিশু মারা যায়।

এ ঘটনার পর থেকে পলাশবাড়ী উপজেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে ওসি জানান।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সড়ক থেকে বাস ও ট্রাক্টর সরানো হচ্ছে। বাস ও ট্রাক্টরের চালক ও হেলপাররা পালিয়ে গেছে।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *