কয়েক মাস আগে গুঞ্জনটা উঠেছিল- সংসদ নির্বাচন করবেন মাশরাফি ও সাকিব। পরে অবশ্য ‘এগুলো সময়ের ব্যাপার’ কিংবা ‘এখনই ভাবছি না’ এরকম বলে বলেই বিষয়গুলো এড়িয়ে যান মাশরাফি-সাকিব। তবে এবার একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা ও টেস্ট-টি২০ অধিনায়ক সাকিব আল হাসান দুজনই আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনতে যাচ্ছেন।
আগামীকাল রবিবার (১১ নভেম্বর) আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়নপত্র কেনার কথা রয়েছে সাকিবের।
জানা গেছে, নিজ এলাকা মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য পদে ভোটে লড়তে আগ্রহ প্রকাশ করেছেন সাকিব।
এদিকে নড়াইলে নিজের নির্বাচনী এলাকায় নৌকা নিয়ে মাঠে থাকতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। রবিবার সকালে সাকিবের সঙ্গে তারও মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে।
তবে মাশরাফি নিজে এখনও এ ব্যাপারে কিছু না বললেও রবিবার যে সাকিব-মাশরাফি দুজনই মনোনয়নপত্র সংগ্রহ করবেন তা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উল্লেখ্য, গেল ২৯ মে মাশরাফি-সাকিবের নির্বাচনে আসার ব্যাপারটি প্রথম সামনে এনেছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, বিশ্বকাপের আগে রাজনীতিতে সক্রিয় হবেন না মাশরাফি-সাকিব।