Breaking News
Home / অপরাধ / বিপুল পরিমান টাকা ও চেকসহ চট্টগ্রামের জেলার আটক

বিপুল পরিমান টাকা ও চেকসহ চট্টগ্রামের জেলার আটক

নগদ ৪৪ লাখ ৩৩ হাজার টাকা এবং এক কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন প্রতিষ্ঠানের চেক ও স্ত্রীর নামে দু’কোটি টাকার এফডিয়ারসহ চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস আটক হয়েছেন। বাংলাদেশ রেলওয়ে পুলিশের ভৈরব ষ্টেশন তাকে আটক করে।

শুক্রবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া একটার সময় চট্টগ্রাম থেকে ময়মংসিহগামী এক্সপ্রেসে তল্লশি চালানোর সময় রেলওয়ে পুলিশের জালে আটকরা পড়েন জেলার সোহেল রানা বিশ্বাস। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার (তত্ত্বাবধায়ক) হিসেবে কর্মরত।

বাংলাদেশ রেলওয়ের ভৈরব জিআরপি থানার (রেল পুলিশ) অফিসার ইনচার্জ আবদুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায় গত ক’দিন ধরে ছুটিতে আছেন সোহেল বিশ্বাস।

এছাড়া এ বিপুল পরিমাণ নগদ টাকা, চেক, এফডিয়ার নিয়ে সোহেল বিশ্বাস কোথায় যাচ্ছিলেন সে বিষয়েও মুখ খুলছেন না বলে ভৈরব রেলওয়ে পুলিশ জানায়।

ওসি আবদুল মজিদ বলেন, ‘প্রতিদিনের ন্যায় শুক্রবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। ওই সময় জেলারের কাছে এসব পাওয়া যায়। আটকের পর পরিচয় দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করেন তিনি।’

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এসব অর্থ নিয়ে চট্টগ্রাম থেকে নিজের গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ জানায়, ‘জেলার সোহেল বিশ্বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা-মোকদ্দমা হয়নি।’

আরও পঠিত খবর

‘এসবি অফিস থেকে বলছি, ভেরিফিকেশনের জন্য বিকাশে টাকা পাঠান’

আমি এসবি অফিস থেকে বলছি। আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আপনার ফাইল আমার কাছে আছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *