স্বাস্থ্য অধিদপ্তর ২০১৮ – ২০১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
MBBS এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০১৮ – ২০১৯ এর সার্কুলার প্রকাশঃ
MBBS মেধায় মোট সীটঃ৩৭২১ টি যেখানে মুক্তিযোদ্ধা কোটায় সিট সংখ্যা ৭৭ টি এবং উপজাতি কোটায় ২০ টি । ঢাকায় অবস্থিত এমন ৪ টি মেডিকেল কলেজে মেধা কোটায় মোট সিট ৬৬৮ টি। আবেদনের জন্য মোট জিপিএ লাগবে ৯.০০ (এসএসসি + এইচএসসি)।
এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২৭ আগস্ট, ২০১৮ এবং শেষ হবে আগামী ১৮ সেপ্টেম্বর, ২০১৮ । তারপরে, প্রবেশপত্র বিতরণ হবে ২৯ সেপ্টেম্বর হতে ৩ অক্টোবর, ২০১৮ ।
এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুস্থিত হবে আগামী ৫ অক্টোবর, ২০১৮ রোজ শুক্রবার । আর ফল প্রকাশ হবে মোটামুটি ২/৩ দিন পরে, অর্থাৎ ৭/৮/৯ অক্টোবরে ।
নিম্নে এমবিবিএস ২০১৮-২০১৯ সেশনের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটি দেখে নিন । এখানে পিডিএফ ডাউনলোড করে নিন। আরও ডাউনলোড করুন ।