Breaking News
Home / ভর্তি পরীক্ষা / ২০১৮ – ২০১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ২০১৮ - ২০১৯
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা ২০১৮ - ২০১৯

২০১৮ – ২০১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

স্বাস্থ্য অধিদপ্তর ২০১৮ – ২০১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

MBBS এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০১৮ – ২০১৯ এর সার্কুলার প্রকাশঃ
MBBS মেধায় মোট সীটঃ৩৭২১ টি যেখানে  মুক্তিযোদ্ধা কোটায় সিট সংখ্যা ৭৭ টি এবং  উপজাতি কোটায় ২০ টি । ঢাকায় অবস্থিত এমন ৪ টি মেডিকেল কলেজে মেধা কোটায় মোট সিট ৬৬৮ টি। আবেদনের জন্য মোট জিপিএ লাগবে ৯.০০ (এসএসসি + এইচএসসি)।
এমবিবিএস ভর্তি পরীক্ষার  আবেদন শুরু হবে আগামী ২৭ আগস্ট, ২০১৮ এবং শেষ হবে আগামী ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ।  তারপরে, প্রবেশপত্র বিতরণ হবে ২৯ সেপ্টেম্বর হতে ৩ অক্টোবর, ২০১৮ ।
এমবিবিএস  ভর্তি পরীক্ষা অনুস্থিত হবে আগামী ৫ অক্টোবর, ২০১৮ রোজ শুক্রবার । আর ফল প্রকাশ হবে মোটামুটি ২/৩ দিন পরে, অর্থাৎ ৭/৮/৯ অক্টোবরে ।

নিম্নে এমবিবিএস ২০১৮-২০১৯ সেশনের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটি দেখে নিন । এখানে  পিডিএফ ডাউনলোড করে নিন।     আরও ডাউনলোড করুন ।  

 

https://scontent.fdac7-1.fna.fbcdn.net/v/t1.0-9/37156800_2147796868770219_1079907172243996672_n.jpg?_nc_cat=0&oh=0c4fe5ef213032decb0088db81abe411&oe=5BF51384

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *