২৪, ডিসেম্বর সোমবার প্রেস কনফারেন্সে ড কামাল হোসেন পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বেআইনি আদেশ হলে আপনাদের কর্তব্য – আপনারা বলবেন, এ আদেশ বেআইনি; আমি মানতে পারছি না। এটি করতে হবে আইজি থেকে শুরু করে পুলিশ কনস্টেবল-সবাইকে। আপনারা সৎ ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু দায়িত্ব পালনে সরকারের রোষানলে যদি কারো চাকরি হারায়, তাহলে সরকার বদল হলে তাদের চাকরিতে পুনর্বহাল করবো, এমন আইনও তৈরি করব। তারা চাকরিজীবনের সমস্ত বেতন ভাতাও পাবেন।
পুলিশকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের উত্তরসূরি হিসেবে সাধারণ মানুষের ওপর কোনো হামলা করবেন না। যারা হামলার নির্দেশ দিচ্ছেন, তারা বেআইনিভাবে নির্দেশ দিচ্ছেন-বেআইনি নির্দেশ মানা আপনাদের কর্তব্য নয়। আমরা প্রজা নই, আমরা নাগরিক। স্বাধীন দেশের মানুষ কেউ প্রজা নয়। তারা নাগরিক। নাগরিকের দায়িত্ব আছে, কর্তব্যও আছে। আমাদের যেন কেউ আর প্রজা বলতে না পারে, তার জন্য ৩০ তারিখ ভোটের মাধ্যমে ওদের দেখিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, যারা স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে না, তারাই মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে। আজকে যারা ভোটাধিকার থেকে আমাদের বঞ্চিত করতে চায়, তারাই ইয়াহইয়া খানের উত্তরসূরি।
সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ড. কামাল বলেন, সেনাবাহিনীর ভাইয়েরা শহীদদের উত্তরসূরি, বীরমুক্তিযোদ্ধাদের উত্তরসূরি। কাজেই আমাদের ভোটাধিকার রক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো দায়ীত্ব আপনাদের নেই।