প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষের জীবনে দিনবদলের যাত্রা শুরু হয়েছে। আমরা নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম- ‘দিনবদলের সনদ’। বাংলাদেশ আজ সেই পথেই এগোচ্ছে।’
সোমবার (২২ অক্টোবর) সকালে গণভবনে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনেছে। ২০০৯ থেকে ২০১৮ প্রায় ১০ বছর সরকারে রয়েছি। এই সময়ে আমরা দারিদ্র্যতা ২১ শতাংশে নামিয়ে এনেছি। আগে যা ছিল ৪০ শতাংশ।’
তিনি বলেন, ‘আজকে মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হয়েছে। আমরা রাজনীতি করি নিজেদের ভাগ্য গড়ার জন্য নয়, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।’
এসময় শেখ হাসিনা নির্বাচিত প্রতিনিধির উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যারা নির্বাচিত প্রতিনিধি আপনারা যতদিন ক্ষমতায় থাকবেন জনগণকে কি দিতে পারলেন সেই হিসাবটা করবেন। মনে রাখতে হবে জনগণই ক্ষমতার উৎস।’